উখিয়ায় জামতলী ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৭:২১
উখিয়ার থাইংখালী জামতলী ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসার নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) জোহরের নামাজের পর মাদ্রাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউনুস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফের তুলাতুলি মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা শফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুল হক, মাওলানা ইউনুস সরওয়ার ও মাওলানা জিয়াউর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দু শুক্কুর মেম্বার, বর্তমান ইউপি সদস্য মুফিদুল আলম সিকদার, হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা হিফযখানা ও এতিমখানার পরিচালক মাওলানা সেলিম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি।
সভাপতির বক্তব্যে মাওলানা ইউনুস বলেন, ‘মাদ্রাসা হলো আলোকিত সমাজ গঠনের মূল কেন্দ্র। এখানে যে শিক্ষা প্রদান করা হয়, তা কেবল পার্থিব জীবনের নয়, আখিরাতের মুক্তির পথও উন্মুক্ত করে। তাই ইসলামি শিক্ষা বিস্তারে সমাজের প্রতিটি মুসলমানের দায়িত্ব রয়েছে। আমরা এই মাদ্রাসার নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও উপযোগী শিক্ষার পরিবেশ তৈরি করতে চাই।’
তিনি আরও বলেন,“দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীরা যেন বিনা বাধায় দ্বীনি শিক্ষা গ্রহণ করতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আল্লাহ তায়ালা যেন এই প্রচেষ্টা কবুল করেন এবং সংশ্লিষ্ট সকল দাতা ও সহযোগীদের উত্তম প্রতিদান দান করেন।”
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা শফি।
আইএইচ/

