Logo

খবর

মিসরের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২য় হলেন বাংলাদেশি তরুণ

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৮:৩২

মিসরের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২য় হলেন বাংলাদেশি তরুণ

বিশ্বব্যাপী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একাধিক বার বাংলাদেশের তরুণরা নাম উজ্জ্বল করছে। সেই ধারাবাহিকতায় এবার মিসরের রাজধানীতে কায়রোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ক্বেরাত বিভাগে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশি তরুণ ‍ক্বারী মোহাম্মাদ আবু ইউসুফ।

গত মঙ্গলবার (১১ নভেম্বর) কায়রোতে ‘ইন্দোনেশিয়ান কোরআন রিসাইটারস অ্যাসোসিয়েশন’ আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী অধিবেশন সম্পন্ন হয়। সেখানেই অন্যান্য বিজয়ীদের সাথে ছেলেদের ক্বেরাত গ্রুপে দ্বিতীয় স্থান অধিকারী হিসেবে ‍ক্বারি ইউসুফের নাম ঘোষণা করে কর্তৃপক্ষ।

জানা গেছে, ‍ক্বারি আবু ইউসুফের পিতার নাম আবদুল জলিল, বাড়ি গাজীপুর। তিনি তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার সাবেক শিক্ষার্থী, যেখানে তিনি হিফজ ও তাজবীদের প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। বর্তমানে তিনি বিশ্বের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য প্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইলমুল ক্বিরাত বিভাগের শিক্ষার্থী।

তিনি কায়রোর এই প্রতিযোগিতায় ১২টি দেশের ১৪৩ জন প্রতিযোগীর মধ্যে ফাইনাল রাউন্ডে ছেলেদের ক্বেরাত বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন। একই বিভাগে প্রথম হয়েছেন আকবার মাওলানা সাইফুদ্দীন (ইন্দোনেশিয়া) এবং আদিব ইহসান (মালোশিয়া) তৃতীয় স্থান অর্জন করে।

আর ছেলেদের জন্য নির্ধারিত অন্য গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন বশির উসমান ইমাম (নাইজেরিয়া), দ্বিতীয় স্থান অর্জন করেছেন মুহাম্মাদ তাওফীক হাকীম (ইন্দোনেশিয়া) ও তৃতীয় স্থান অর্জন করেছেন সওলা মুহাম্মাদ দিয়া আল হক (ইন্দোনেশিয়া)।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মিসরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ‘ইন্দোনেশিয়ান কোরআন রিসাইটারস অ্যাসোসিয়েশন’ এর প্রেসিডেন্ট নাসরুল্লাহ আব্দুর রহমান। 

ক্বারী মোহাম্মদ আবু ইউসুফের এই আন্তর্জাতিক সাফল্যে বাংলাদেশি ক্বারী সমাজ ও ইসলামি শিক্ষাবিদদের মধ্যে ব্যাপক আনন্দ ও গর্বের সঞ্চার হয়েছে।

তার শিক্ষক শায়খ ক্বারী নাজমুল হাসান বলেন, ‘ইউসুফের সাফল্য শুধুমাত্র তার ব্যক্তিগত কৃতিত্ব নয়; এটি বাংলাদেশের হিফজ ও ক্বিরাত শিক্ষার মানকে বিশ্বের দরবারে তুলে ধরেছে।’

ইউসুফ আল আজহারী নিজ অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি এই সাফল্য উৎসর্গ করছি আমার শিক্ষক, মাদরাসা ও দেশের প্রতিটি কুরআনপ্রেমী মানুষের প্রতি। আমি চাই, বাংলাদেশ থেকে আরও অনেক তরুণ আন্তর্জাতিক অঙ্গনে কুরআনের পতাকা উঁচিয়ে ধরুক।’

আইএইচ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আল কোরআন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর