Logo

খবর

গাজীপুর জহিরুল উলুম মহিলা মাদরাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৯:০৭

গাজীপুর জহিরুল উলুম মহিলা মাদরাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গাজীপুরের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জহিরুল উলুম মহিলা মাদরাসায় আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতিত্ব করেন মাদরাসার মুহতামিম মুফতি উবায়দুল হক খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লি আলহাজ জহিরুল ইসলাম।

পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর মাদরাসার শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মানসূচক বই পুরস্কার তুলে দেওয়া হয়। 

এছাড়া সকল কৃতকার্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে কলম পুরস্কার প্রদান করা হয়, যা তাদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করে তুলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব জহিরুল ইসলাম বলেন, ‘নারী শিক্ষার প্রসারই সমাজের উন্নয়নের চাবিকাঠি। এই মাদরাসা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে, যাতে আমাদের মেয়েরা ইসলামি ও আধুনিক শিক্ষায় সমৃদ্ধ হয়ে আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পারে।’ 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘জ্ঞান অর্জনের প্রকৃত উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই তোমাদের উচিত মন-প্রাণ দিয়ে পড়াশোনা করা এবং আদর্শ মুসলিম নারী হিসেবে নিজেকে গড়ে তোলা।’

সভাপতির বক্তব্যে মুফতি উবায়দুল হক খান বলেন, ‘আমাদের মাদরাসা শুধুমাত্র বইয়ের জ্ঞান নয়; বরং নৈতিকতা, চরিত্র গঠন ও ইসলামি আদর্শে শিক্ষার্থীদের গড়ে তুলতে সচেষ্ট। আজকের এই পুরস্কার উৎসাহ প্রদানের পাশাপাশি দায়িত্ববোধের প্রতীক।’ 

তিনি শিক্ষকদের পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতার প্রশংসা করে বলেন, ‘তাদের অবদানেই আমাদের শিক্ষার্থীরা নিয়মিত সাফল্য অর্জন করছে।’

শেষে দেশ, ইসলামি শিক্ষার প্রসার ও মাদরাসার সার্বিক উন্নতির জন্য বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর