Logo

খবর

আগামী ২২ নভেম্বর ময়মনসিংহের চরখরিচায় খতমে বুখারী ও মাহফিল

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৭:০৯

আগামী ২২ নভেম্বর ময়মনসিংহের চরখরিচায় খতমে বুখারী ও মাহফিল

ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী চরখরিচা গ্রামে আগামী ২২ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে এক বিশাল ও বর্ণাঢ্য ওয়াজ মাহফিল ও মহাসম্মেলন। অনুষ্ঠানটি আয়োজন করছে প্রসিদ্ধ চরখরিচা মাদ্রাসা, যা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের বিশিষ্ট আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে।

আয়োজকদের মতে, এই মাহফিল ও সম্মেলন চরখরিচার ইতিহাসে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনসমাগমপূর্ণ ধর্মীয় আয়োজনগুলোর মধ্যে একটি হবে। অনুষ্ঠানে দেশ-বিদেশের খ্যাতিমান ইসলামি স্কলার ও উলামায়ে কিরাম উপস্থিত থাকবেন।

বক্তাদের মধ্যে যারা উপস্থিত থাকবেন- ঊমার আর খাজির (জর্ডান), মাওলানা মাহফুজুল হক (মুহাম্মদপুর, ঢাকা), পীরে কামেল আল্লামা ইহতেরামুল হক (পীর সাহেব উজান), আল্লামা আব্দুল বাসেত খান (সিরাজগঞ্জ), আল্লামা নজরুল ইসলাম ক্বাসেমী, (ঢাকা), আল্লামা নে'আমাতুল্লাহ আল ফরিদী (শিবচর, মাদারীপুর), মুফতী হাবিবুর রহমান (কুয়াকাটা)। 

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হবে খতমে বুখারী, যেখানে দাওরায়ে হাদীসের ছাত্ররা ইমাম বুখারী রহ.-এর সংকলিত হাদীসের পাঠ সমাপ্ত করবেন। এতে অংশগ্রহণ করতে সাধারণ মুসল্লিদের মাঝেও বিরাট আগ্রহ দেখা দিয়েছে।

চরখরিচা মাদ্রাসা প্রাঙ্গণে ইতোমধ্যে মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা, মেহমান আপ্যায়ন ও পরিবেশনা সংক্রান্ত প্রস্তুতি দ্রুতগতিতে চলছে। স্থানীয় প্রশাসনও আয়োজকদের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে।

সাঈম আন-নো’মান/আইএইচ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর