Logo

খবর

শিক্ষাই জাতি গঠনের প্রধান হাতিয়ার : ডা. এম এম মাজেদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৩:১১

শিক্ষাই জাতি গঠনের প্রধান হাতিয়ার : ডা. এম এম মাজেদ

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ফকিরহাট জাফরাবাদ এলাকায় অবস্থিত হযরত আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসার ২০২৫ শিক্ষাবর্ষের শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং দেশের শীর্ষস্থানীয় দৈনিকের নিয়মিত কলামিস্ট ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।

গত ১০ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় তিনি মাদ্রাসার বিভিন্ন পরীক্ষা হল ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মাওলানা এইচ এম গিয়াস উদ্দিন মেহেরী পরীক্ষার প্রস্তুতি, ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মনোযোগের বিষয়গুলো ডা. মাজেদের সামনে তুলে ধরেন।

পরিদর্শন শেষে ডা. এম এম মাজেদ বলেন, শিক্ষাই জাতি গঠনের প্রধান হাতিয়ার। আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই প্রাথমিক স্তর থেকেই মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই মাদ্রাসায় আমি যে সুশৃঙ্খল পরীক্ষা পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের মনোযোগ দেখেছি, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি যুগোপযোগী ও মানবিক শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান যদি জ্ঞান, নৈতিকতা ও দায়িত্ববোধ একসঙ্গে তৈরি করতে পারে, তাহলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। এ ধরনের শিক্ষা কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন মাইটিভি চট্টগ্রাম ব্যুরো চিফ ও সাপ্তাহিক চট্টবাণী সম্পাদক ও প্রকাশক হাজী মো. নুরুল কবির, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় সদস্য এম. মোকছুদুর রহমান মিয়াজী, গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্য সচিব স. ম. জিয়াউর রহমান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সদস্য ডা. মুহাম্মদ জামালসহ সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মাওলানা এইচ এম গিয়াস উদ্দিন মেহেরী বলেন, আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধে গড়ে তোলা। বার্ষিক পরীক্ষার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের অর্জন মূল্যায়নের পাশাপাশি তাদের ভবিষ্যৎ প্রস্তুতি যাচাই করি। ডা. মাজেদের মতো শিক্ষানুরাগী ও সমাজসেবকের উপস্থিতি আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা।

পরিদর্শনকালে পরীক্ষার হলসমূহের সার্বিক ব্যবস্থা, শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিরাপত্তা ও পরিবেশ সন্তোষজনক বলে মত প্রকাশ করেন অতিথিরা।

আইএইচ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদরাসা শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর