Logo

খবর

আখেরি মোনাজাতে শেষ হলো ৩ দিনব্যাপী খুরুজের জোড়

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪

আখেরি মোনাজাতে শেষ হলো ৩ দিনব্যাপী খুরুজের জোড়

টঙ্গীর তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম)-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী খুরুজের জোড়। রোববার (৪ জানুয়ারি) সকালে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে।

এতে অংশ নেন বিশ্বের প্রায় ৭২টি দেশ থেকে আগত প্রায় ২ হাজার ৫০০ বিদেশি মেহমানসহ দেশের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।

আজ বাদ ফজর পাকিস্তানের শীর্ষ মুরুব্বী মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ আল্লাহর রাস্তায় বের হওয়া জামাতগুলোর উদ্দেশে দিকনির্দেশনামূলক বয়ান করেন। হেদায়াতের বয়ানের পর শুরু হয় আখেরি মোনাজাত।

সকাল ৮টা ২৮ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ৮টা ৪৪ মিনিটে। ‘আমিন… আমিন…’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে টঙ্গী ময়দান। মোনাজাতের একপর্যায়ে মুসল্লিদের মাঝে কান্নার রোল পড়ে যায়। মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের।

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম)-এর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, দাগেস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইতালি, জাপান, সৌদি আরব (কেএসএ), তুরস্ক, কাতার, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, মক্কা, কুয়েত, ওমান, জর্ডান, তিউনিসিয়া, শ্রীলঙ্কা, নেপাল, কিরগিজস্তান, মিয়ানমার, জাম্বিয়া, মোজাম্বিক, সোমালিয়া, সোমালিল্যান্ড, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের বিদেশি মেহমানদের জামাত এবং বাংলাদেশের ৬৪ জেলা থেকে প্রায় দেড় হাজার জামাত খুরুজের জোড় থেকে আল্লাহর রাস্তায় বের হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, সাদপন্থীদের চক্রান্ত এবং সরকারি প্রজ্ঞাপনের কারণে মূল মজমা বিভক্ত করে জামাতগুলোকে নিজ নিজ জেলায় পাঠিয়ে দেওয়া হয়। ফলে আরও বেশি জামাত আল্লাহর রাস্তায় বের হতে পারেনি।

হাবিবুল্লাহ রায়হান বলেন, গত বছর সাদপন্থীরা টঙ্গী মাঠে কোনো জোড় বা ইজতেমা করবে না; এই শর্তে ইজতেমা আয়োজন করে, যা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই অবগত। এরপরও এ বছর তারা অযৌক্তিক দাবি তুলে ইজতেমা আয়োজনের জন্য নির্বাচন কমিশনে আপিল করে। এর পরিপ্রেক্ষিতেই বর্তমান প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন শেষে ৫৯তম টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইজতেমা আপডেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর