-67d3cd9de7f89.jpg)
ছবি : সংগৃহীত
ইসলামে হাতির মাংস খাওয়া হারাম। জুমহুর তথা অধিকাংশ ফকিহ আলেম এ বিষয়ে ঐক্যমত্য প্রকাশ করেছেন।
হাতির মাংস খাওয়া হারাম হওয়ার কারণ হলো- আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ প্রাণী সম্পর্কে মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন যে, ধারালো দাঁতযুক্ত সমস্ত প্রাণী হারাম। আর হাতির দাঁতও ধারালো। এজন্য তার মাংস খাওয়া হারাম সাব্যস্ত করা হয়েছে।
এ সংক্রান্ত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হলো-
হজরত আবু হুরাইরাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘প্রত্যেক বড় বড় দাঁত বিশিষ্ট থাবা মেরে ছিঁড়ে খাওয়া হিংস্র পশুর মাংস খাওয়া হারাম।’ (মুসলিম, হাদিস : ১৯৩৩)
ডিআর/বিএইচ/টিএ