
দীর্ঘ নয় বছর পর অবশেষে সরকারি নিবন্ধন পেল দেশের অন্যতম জনপ্রিয় ইসলামি সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’। রোববার (২০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কলরবের প্রতিষ্ঠাতা সদস্য ও মুখ্য সংগঠক মোহাম্মদ বদরুজ্জামান।
তিনি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে দীর্ঘ এ প্রক্রিয়ার নানা দিক তুলে ধরে আল্লাহর প্রতি শুকরিয়া ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বদরুজ্জামান জানান, কলরব প্রথমবার নিবন্ধনের জন্য আবেদন করেছিল ২০১৭ সালে। সব প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও তৎকালীন কর্তৃপক্ষ বিষয়টি ঝুলিয়ে রাখে। পরবর্তীতে ২০১৯ সালে পুনরায় আবেদন করা হয়, কিন্তু বিভিন্ন শর্ত আরোপের কারণে সেটিও বাতিল হয়ে যায়। ২০২২ সালেও একই ধরনের পরিস্থিতির মুখে পড়ে কলরব।
তিনি আরও জানান, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সেপ্টেম্বর মাসে আগের ফাইলগুলো সচল করার জন্য নতুন করে উদ্যোগ নেওয়া হয়। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। চলতি বছরের জানুয়ারিতে শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহর সঙ্গে নিবন্ধন প্রসঙ্গে আলোচনা হয় এবং তার সহযোগিতায় প্রক্রিয়াটি দ্রুত অগ্রসর হয়। সবশেষে সাত মাসের তদন্ত ও প্রক্রিয়া শেষে সরকারি নিবন্ধন সনদ ইস্যু হয়।
বদরুজ্জামান বলেন, আজ নয় বছরের প্রচেষ্টার পর আমরা সরকারি নিবন্ধন হাতে পেলাম আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা জানাই শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহকে এবং যারা এ প্রক্রিয়ায় পাশে ছিলেন, তাদের সবাইকে।
পোস্টের শেষাংশে তিনি কলরবের প্রতিষ্ঠাতা মরহুম আইনুদ্দীন আল আজাদ (রহ.)-এর স্মৃতিচারণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি সকলের দোয়া কামনা করে জানান, এ নিবন্ধনের মাধ্যমে কলরবের পথচলা হবে আরও মসৃণ ও গঠনমূলক।
ডিআর/বিএইচ