Logo

ধর্ম

হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের কমিটি ঘোষণা

সভাপতি মাহমুদ মাদানী, সেক্রেটারি মোশাররফ হোসাইন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৯:২৪

হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের কমিটি ঘোষণা

হাফেজদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে বিশিষ্ট সংগঠক ও চিন্তক হাফেজ মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদের আহ্বানে প্রতিষ্ঠিত হয়েছে হাফেজ কল্যাণ ফাউন্ডেশন।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে অবস্থিত দারুস সুন্নাহ তাহফিযুল কুরআন মাদ্রাসায় একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের কমিটি ঘোষণা করা হয়।

নবঘোষিত কমিটির সদস্যরা হলেন—

সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল আরিফিন, সহসভাপতি মাঈনুদ্দীন ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহমদ চাঁদপুরী, সহসাধারণ সম্পাদক কাওসার আহমদ কুমিল্লায়ী, মিডিয়া সম্পাদক বেলায়েত হোসাইন, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবুবকর বিন রাশেদ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রায়হানুদ্দীন আল ফারুক, সাংগঠনিক সম্পাদক হুযায়ফা সিদ্দীক, সহসাংগঠনিক সম্পাদক জাবের আহমাদ, অর্থ সম্পাদক ফেরদৌস আহমাদ, সহঅর্থ সম্পাদক মুবাশ্বির আল মাহির, দফতর সম্পাদক রাকিবুল হাসান আশরাফী এবং প্রচার সম্পাদক মুঈনুদ্দীন মিসবাহ।

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন হাফেজ জাবের আহমাদ। এরপর নবনির্বাচিত কমিটির সদস্যরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মুঈনুদ্দীন মিসবাহ/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর