এরদোগানের সঙ্গে বিশ্ববরেণ্য বাংলাদেশি কারী আহমাদ বিন ইউসুফের সাক্ষাৎ

ধর্ম ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৫, ১৬:০১
-681498017d543.jpg)
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সঙ্গে মাত্র এক মাসের ব্যবধানে ফের সাক্ষাৎ করলেন বিশ্বখ্যাত বাংলাদেশি কারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।
সম্প্রতি তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্টের প্রাসাদে এই সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাতের সময় এরদোগান বাংলাদেশের জনগণের প্রতি সালাম ও শুভকামনা জানিয়েছেন।
এই সফরে শায়খ আহমাদ ইউসুফ আযহারী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তুরস্ক আয়োজিত ওই প্রতিযোগিতায় এবার প্রথম হয়েছে তুরস্ক, দ্বিতীয় মরক্কো ও তৃতীয় মিসর।
এ ছাড়াও শায়খ আহমাদ ইউসুফের সঙ্গে বিশ্বখ্যাত কারী শায়খ শেরযাদ তাহা সেলফি তুলে স্মৃতি সংরক্ষণ করেন এবং স্বতঃস্ফূর্তভাবে তার মাথার পাগড়িও পরেন।
কারী আহমাদ ইউসুফ বর্তমানে ১০টি মুতাওয়াতির কেরাতের ধারাবাহিক সনদধারী উপমহাদেশের প্রথম ব্যক্তি। তিনি বিশ্বের ৩০টিরও বেশি দেশে পবিত্র কোরআন তিলাওয়াত করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।
তার কণ্ঠে কোরআন তিলাওয়াত ইতোমধ্যে রাজা-প্রেসিডেন্টসহ বিশ্বনেতৃবৃন্দের মন জয় করেছে। কেরাত জগতে তার এ অসামান্য কীর্তি বাংলাদেশের জন্য এক বিরল গর্ব।
ডিআর/বিএইচ