-68189095ecda2.jpg)
দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত মসজিদে সিরাতুল মুস্তাকিম আনসানে ইসলাম গ্রহণ করেছেন ২১ বছর বয়সী এক রুশ যুবক। ওই মসজিদের ইমাম ও খতিব বাংলাদেশি আলেম মুফতি ফয়জুল্লাহ আমানের কাছে কালিমা পাঠ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেন তিনি।
সোমবার (৫ মে) বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকে মুফতি ফয়জুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে তিনি লেখেন, রুশ যুবকটির নাম ছিল রোমান এবং তিনি পূর্বে কোনো ধর্মের অনুসারী ছিলেন না। দীর্ঘ অনুসন্ধান ও চিন্তাভাবনার পর অবশেষে তিনি ইসলামের দাওয়াত কবুল করেন এবং কালেমা পাঠ করে মুসলিম হিসেবে নবজীবন শুরু করেন।
রোমানের জন্য মুফতি ফয়জুল্লাহ নতুন নাম নির্ধারণ করেছেন ‘নোমান’। তিনি বলেন, নোমান একটি অর্থবহ ও ঐতিহাসিক নাম, যা ইমাম আবু হানিফা (রহ.)–এর গৌরবময় স্মৃতিকে ধারণ করে।
ওই যুবকের বয়স ২১ বছর। ইসলামে তার এই নবযাত্রা যেন হেদায়াত, শান্তি ও সফলতায় পরিপূর্ণ হয়, সেই দোয়া করেন মুফতি ফয়জুল্লাহ। তিনি কোরআনের আয়াত উল্লেখ করে লেখেন— ‘যাকে আল্লাহ হিদায়াত দেন, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না।’ (সুরা যুমার, আয়াত : ৩৭)।
ডিআর/বিএইচ