আধুনিক জ্ঞানের সাথে সমন্বয় করে কওমি শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করা সম্ভব
মাওলানা জামিল সিদ্দিকী

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১০:৫৩

বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের সভাপতি ও মারকাযুত তাহনীফ আল ইসলামী, ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জামিল সিদ্দিকী বলেছেন, ‘আধুনিক জ্ঞানের সাথে সমন্বয় করে কওমি শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও প্রাসঙ্গিক করা সম্ভব।’
শনিবার (১৭ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি জানান, কওমি মাদ্রাসাগুলো কেবল ধর্মীয় নয়, নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার শক্তিশালী ভিত্তি গড়ে তোলে। বর্তমানে সমাজে নৈতিক অবক্ষয়ের যে ঢেউ চলছে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে কওমি শিক্ষার গুরুত্ব অপরিসীম।
মাওলানা জামিল সিদ্দিকী বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থায় সংস্কার ও আধুনিকায়ন অত্যন্ত প্রয়োজনীয়। অনেক মাদ্রাসা ইতোমধ্যে বাংলা, ইংরেজি ও গণিতসহ আধুনিক বিষয় অন্তর্ভুক্ত করেছে—এটা সময়ের দাবি। কওমি শিক্ষার্থীদের কর্মসংস্থান ও সমাজের মূলধারার সাথে সম্পৃক্ততার জন্য এটা অত্যন্ত জরুরি।’
তিনি আরও বলেন, দেশের বহু দরিদ্র পরিবার কওমী মাদ্রাসাকে সন্তানদের শিক্ষার নিরাপদ আশ্রয় মনে করে। কারণ এখানকার আবাসন ও খাদ্যব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে। এভাবে মাদরাসাগুলো শুধু ধর্মীয় নয়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
পরিশেষে তিনি বলেন, ‘ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তি রক্ষা করে যদি কওমী শিক্ষাকে যুগোপযোগী করা যায়, তবে তা জাতিকে একটি সুস্থ, সুনাগরিক সমাজ উপহার দিতে পারবে।’
ডিআর/বিএইচ