-682bead759c67.jpg)
বাংলাদেশে এখন গ্রীষ্মকাল। কয়েক দিন বাদেই শুরু হবে বর্ষা মৌসুম। বর্ষায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অন্যতম প্রধান ফসল পাট। এ মৌসুমেই খেত থেকে পাট কেটে নদী-খাল, পুকুর-ডুবার পানিতে তা জাগ দেওয়া হয়। পাট জাগ দেওয়ার কারণে বিশেষত, পুকুর ও ডুবার পানি দুর্গন্ধ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে- ওই দুর্গন্ধ পানি দিয়ে কি অজু-গোসল সহিহ হবে?
এই প্রশ্নের উত্তর হলো- হ্যাঁ, ওই পানি দিয়ে অজু ও গোসল সহিহ হবে। কারণ, যেকোনো গাছের পাতা পড়ে পানি দুর্গন্ধ হয়ে গেলেও তা নাপাক হয় না। সুতরাং পাট যেহেতু একটি গাছ এবং তার পাতা ও বাকলের কারণেই পানি দুর্গন্ধ হয়ে যায়, এজন্য তা দিতে অজু-গোসল করলে কোনও সমস্যা হবে না।
তথ্যসূত্র : আলমাবসূত, সারাখসী ১/৭২, ফাতাওয়া খানিয়া ১/১৪ ও ফাতাওয়া হিন্দিয়া ১/২১
বিএইচ/