-682d6c6cc6a78.jpg)
পবিত্র ঈদুল আজহায় সামর্থ্যবান মুসলিমের ওপর পশু কোরবানি করা ওয়াজিব। নিজের পশু নিজে জবাই দেওয়া উত্তম। রাসুল (সা.)-সহ অনেক সাহাবায়ে কেরাম নিজ হাতে কোরবানির পশু জবাই করতেন।
এ প্রসঙ্গে হজরত আনাস (রা.) বলেন, ‘রাসুল (সা.) এক ঈদে ধূসর রঙের শিংওয়ালা দুটি দুম্বা কোরবানি করলেন। তিনি সেগুলো নিজ হাতে জবাই করলেন এবং জবাইকালে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবর’ বললেন।’ (বুখারি, হাদিস : ৫৬২৪)
নিজে জবাই করতে না পারলে অন্যকে দিয়েও জবাই করানো যাবে। এক্ষেত্রেও উত্তম হলো- কোরবানিদাতা পুরুষ হলে জবাইস্থলে উপস্থিত থাকা। (ফাতওয়ায়ে শামি : ৫/২৭)
আর যিনি পশু জবাই করবেন, তিনি এর বিনিময় গ্রহণ করতে পারবেন। (ফাতাওয়া হিন্দিয়া ৪/৪৫৪ ও বাদায়েউস সানায়ে ৪/৩২)
বিএইচ/