মৃত ব্যক্তির নামে করা কোরবানির মাংস কি স্বজনরা খেতে পারবে?

ধর্ম ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৫, ২০:০৪
-6831d1f700cac.jpg)
ইসলামের অন্যতম একটি শিআর বা নিদর্শন হলো কোরবানি। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমার প্রতিপালকের উদ্দেশে নামাজ আদায় করো ও পশু কোরবানি করো।’ (সুরা : কাউসার, আয়াত : ২)
কোরবানির রক্ত প্রবাহিত করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জিত হয়। আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহর কাছে পৌঁছায় না তার (জন্তুর) মাংস এবং রক্ত; বরং পৌঁছায় তোমাদের তাকওয়া।’ (সুরা : হজ, আয়াত : ৩৭)
পবিত্র ঈদুল আজহায় সামর্থ্যবান মুসলিমের ওপর পশু কোরবানি করা ওয়াজিব। আর সামর্থ্যবান না হলেও কোরবানি দেওয়া যায়। তবে সেটা নফল কোরবানি হবে। অনুরূপ মৃত মা-বাবা কিংবা অন্য স্বজনদের তরফ থেকেও নফল কোরবানি করা যাবে। মৃত ব্যক্তিদের ওপর কোরবানি ওয়াজিব নয়, কিন্তু এরপরও যদি তাদের পক্ষ থেকে কোরবানি করা হয়, তাহলে এর সওয়াব তারা পাবেন।
মৃত ব্যক্তিদের নামে করা কোরবানির মাংসের হুকুম সাধারণ কোরবানির মাংসের মতোই। মানে তা সদকা করা জরুরি নয়। নিজেরাও খাওয়া যাবে এবং অন্যকেও দেওয়া যাবে।
তথ্যসূত্র : ফাতাওয়া খানিয়া : ৩/৩৫২, আলমুহিতুল বুরহানি : ৮/৪৭৩, ফাতাওয়া বাযযাযিয়া : ৬/২৯৫ ও খুলাসাতুল ফাতাওয়া : ৪/৩২২
বিএইচ/