Logo

ধর্ম

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ৬ জুন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০১:৪১

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ৬ জুন

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় সেদেশে জিলহজের চাঁদ দেখা যাওয়ায় বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস শুরু হলো।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সেই অনুযায়ী ২০২৫ সালের ঈদুল আজহা ৬ জুন (শুক্রবার) উদযাপিত হবে। জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। আর পবিত্র আরাফাতের দিন ৫ জুন (বৃহস্পতিবার) পালিত হবে।

সৌদির পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইন্দোনেশিয়াতেও জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে শুরু হবে জিলহজ মাস। ৯ জিলহজ (৫ জুন) আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে উপস্থিত হবেন। আর ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।

ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঈদুল আজহা সৌদি আরব

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর