Logo

ধর্ম

পবিত্র আশুরা আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৯:১২

পবিত্র আশুরা আজ

আজ রোববার, ১০ মহররম—পবিত্র আশুরা। ইসলামী বর্ষপঞ্জির একটি তাৎপর্যপূর্ণ দিন। ধর্মীয়, ঐতিহাসিক ও আত্মত্যাগের মহিমায় মহিমান্বিত এ দিনটি মুসলিম উম্মাহর জন্য গভীর শোক, অনুপ্রেরণা ও আত্মশুদ্ধির উপলক্ষ। দিনটি উপলক্ষে আজ সরকারি ছুটি।

ইসলামী ঐতিহ্য অনুযায়ী, আশুরার দিনেই পৃথিবী সৃষ্টি হয়েছে। হজরত আদম (আ.)-এর সৃষ্টি, হজরত নূহ (আ.)-এর প্লাবনের অবসান, হজরত মূসা (আ.)-এর নেতৃত্বে ফেরাউনের ধ্বংস, হজরত ইউনুস (আ.)-এর মাছের পেট থেকে মুক্তি, হজরত ইব্রাহিম (আ.)-এর অগ্নিকুণ্ড থেকে নিরাপদে মুক্তি—এসব ঘটনাও ঘটেছে এ দিনেই। হাদিস অনুযায়ী, কিয়ামতের দিনটিও হবে ১০ মহররম।

সর্বশেষ কারবালার প্রান্তরে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর নাতি হজরত হোসাইন (রা.) ৬১ হিজরির এ দিনে তার পরিবারের সদস্য ও অনুসারীসহ ৭০-এর অধিক শহীদ হন।

অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি পরিবারসহ শাহাদত বরণ করেন। মুসলিম উম্মাহ আজও এ দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করে। কারবালার এ ঘটনার মাধ্যমে হজরত হোসাইন (রা.) আমাদের শিখিয়ে গেছেন—সত্যের পথে আপসহীন থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই প্রকৃত ইসলাম।

পবিত্র এ দিনটি উপলক্ষে মুসলমানরা নামাজ, রোজাসহ বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। শিয়া সম্প্রদায় দিনটিতে তাজিয়া মিছিল বের করে।

পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রোববার (৬ জুলাই) জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. মুজির উদ্দীন। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর