Logo

ধর্ম

টাকা ফেরত পাচ্ছেন ৪৯৭৮ হাজি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৭:১৮

টাকা ফেরত পাচ্ছেন ৪৯৭৮ হাজি

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত

চলতি বছরের হজে বাড়ি ভাড়া কম হওয়ায় সরকারি ব্যবস্থাপনায় হজ করা হাজিদের মধ্যে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে। এ টাকা ফেরত পাচ্ছেন ৪ হাজার ৯৭৮ জন হাজি।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, এ বছর হজ ব্যবস্থাপনায় সাশ্রয়ী ব্যয় নিশ্চিত করার কারণে হাজিদের অর্থ ফেরত দেওয়ার সুযোগ হয়েছে। একজন হাজি কমপক্ষে ৫ হাজার ৩১৫ টাকা এবং সর্বোচ্চ ৫৩ হাজার ৬২৪ টাকা পর্যন্ত ফেরত পাবেন।

সংবাদ সম্মেলনে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, এ বছরের অর্জন ও আগামী মৌসুমের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। 

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আ ফ ম খালিদ হোসেন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর