
ছবি : সংগৃহীত
ইসলামে সালাম বিনিময় করা নবী-রাসুলদের সুন্নত এবং মুসলমানদের পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্যের প্রতীক। হাদিসে বর্ণিত আছে, আল্লাহ তাআলা যখন হযরত আদম (আ.)-কে সৃষ্টি করেন, তখন সর্বপ্রথম তাঁকে সালামের শিক্ষা দেন। তিনি ফেরেশতাদের উদ্দেশ্যে সালাম দেন এবং ফেরেশতারাও তার উত্তর দেন।
শরিয়তের দৃষ্টিতে সালামের নির্ধারিত পদ্ধতি একটাই- ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ বলা। সাহাবায়ে কেরামরা রাসুলুল্লাহ (সা.)-কে এভাবেই সালাম দিতেন।
ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-কে এসে বললেন, আসসালামু আলাইকুম। নবীজি তার জবাব দিয়ে বললেন, ‘দশ’।
এরপর দ্বিতীয়জন এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ- নবীজি উত্তর দিয়ে বললেন, ‘বিশ’।
তৃতীয়জন বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু- নবীজি বললেন, ‘ত্রিশ’। (আবু দাউদ: ৫১৯৫; তিরমিজি: ২৬৮৯)
এ থেকে বোঝা যায়, যত সুন্দর ও পূর্ণাঙ্গভাবে সালাম দেওয়া হয়, তত বেশি সওয়াব লাভ হয়। আবার উত্তমভাবে জবাব দেওয়ারও নির্দেশ এসেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন- ‘যখন তোমাদের সালাম দেওয়া হবে, তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে, অথবা সমপর্যায়ের জবাব দেবে। নিশ্চয় আল্লাহ সবকিছুর পূর্ণ হিসাব গ্রহণকারী।’ (সুরা নিসা: ৮৬)
পা ছুঁয়ে সালাম দেওয়ার কোনো বিধান শরিয়তে নেই। ইসলামে সালামের ক্ষেত্রে কোনো শারীরিক অংশ স্পর্শ করার নির্দেশ নেই। পা ধরে সালাম দেওয়া বা ‘কদমবুচি’ করা ইসলামের স্বীকৃত পদ্ধতি নয়। স্বামী, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি কিংবা বাবা-মা, কারো ক্ষেত্রেই এভাবে সালাম দেওয়া জায়েজ নেই।
হাদিসে মুসাফাহা (দুই হাত দিয়ে হ্যান্ডশেক) ও মুআনাকা (আলিঙ্গন) করার কথা এসেছে, কিন্তু পা ছুঁয়ে সালামের কথা উল্লেখ নেই। হযরত আনাস (রা.) বর্ণনা করেন- এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করলেন, ‘আমরা যখন কোনো ভাই বা বন্ধুর সাথে সাক্ষাৎ করব, তখন কি মাথা ঝুঁকাব বা জড়িয়ে ধরব বা চুমু খাব?’ নবীজি উত্তর দিলেন, ‘না।’ তিনি জিজ্ঞেস করলেন, ’তাহলে কি কেবল হাত ধরে মুসাফাহা করব?’ রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘হ্যাঁ।’ (তিরমিজি: ২৭২৮; ইবনে মাজাহ: ৩৭০২; আহমদ: ১৩০৪৪)
রাসুলুল্লাহ (সা.) স্পষ্টভাবে বলেছেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা ঝোঁকানো যাবে না। ফলে, বর্তমান সমাজে প্রচলিত পা ছুঁয়ে সালাম বা কদমবুচি করা শরিয়তের দৃষ্টিতে মাকরুহ। বিশেষ করে সালামের সময় মাথা নত করা সম্পূর্ণ নিষিদ্ধ। (আদ্দুররুল মুখতার : ২/২৪৫, রদ্দুল মুহতার : ৬/৩৮৩)
সুতরাং, প্রত্যেক মুসলমানের উচিত শরিয়তের নির্ধারিত পদ্ধতিতে, মুখে ‘আসসালামু আলাইকুম’ বলে সালাম দেওয়া এবং হাত মিলিয়ে মুসাফাহা করা।