
ইসলামী হিজরি সনের দ্বিতীয় মাস হলো সফর। আরবি ভাষায় ‘সফর’ শব্দের অর্থ শূন্য বা ফাঁকা। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আলেমগণ বলেন, প্রাচীন যুগে এ মাসে আরবরা প্রায়ই যুদ্ধবিগ্রহ করত ও ভ্রমণে বের হয়ে যেত। ফলে ঘর-বাড়ি শূন্য থাকতো। আর আরবিতে ‘সফরুল মাকান’ বলতে এমন জায়গা বুঝায় যা মানুষ শূন্য। এ থেকেই মাসটির নামকরণ করা হয়েছে ‘সফর’।
তবে দুঃখজনক হলেও সত্য, ইসলামের আলো আসার আগে আরব সমাজে যেমন কুসংস্কার প্রচলিত ছিল, আজও অনেক মুসলমানের মধ্যে সফর মাস নিয়ে নানা ধরনের ভয় ও অশুভ ধারণা কাজ করে। কেউ কেউ মনে করে এই মাসে বিপদ-আপদ, রোগ-বালাই, দুর্ঘটনা ও দুর্ভাগ্য নেমে আসে। তাই অনেকে এ মাসে বিয়ে-শাদি, ব্যবসা আরম্ভ কিংবা ভ্রমণ থেকে বিরত থাকে। কিন্তু ইসলামী শরিয়তে এর কোনো ভিত্তি নেই।
রাসূলুল্লাহ (সা.) একাধিক হাদিসে এসব কুসংস্কার খণ্ডন করেছেন। তিনি এরশাদ করেন, ‘রোগে সংক্রমিত হওয়া বলতে কিছুই নেই, কোনো কিছু অশুভ নয়। প্যাঁচার মধ্যে কুলক্ষণ নেই এবং সফর মাসেও কোনো অশুভ কিছু নেই।’ (বুখারি ৫৭৬৯)
হাদিসে কুদসিতে আল্লাহ তায়ালা এরশাদ করেন, ‘তোমরা সময়কে মন্দ বলো না। কারণ আমিই সময়।’
এ দ্বারা স্পষ্ট হয় যে, সফর মাসকে অশুভ বলা সম্পূর্ণ ভিত্তিহীন। ইসলাম ধর্মে প্রত্যেক মাসগুলো সমান মর্যাদার অধিকারী। কেবল চারটি মাসকে আল্লাহ বিশেষভাবে ‘হারাম মাস’ হিসেবে উল্লেখ করেছেন- মুহাররম, রজব, জিলকদ ও জিলহজ। সফর মাস সে তালিকায় নেই, তবে এটিকে দুর্ভাগ্যের মাস মনে করা একটি জাহেলিয়াতি প্রথা।
এ মাসেও অন্য মাসগুলোর মতো সৎকাজ, ইবাদত ও দোয়া করার গুরুত্ব রয়েছে। জীবনের যেকোনো কাজ যেমন, চাকরি, ব্যবসা, ভ্রমণ, বিয়ে- এসবের জন্য নির্দিষ্ট কোনো শুভ-অশুভ তারিখ নির্ধারণ ইসলামে নেই। বরং সব সময়ই আল্লাহর ওপর ভরসা রাখতে হবে।
বর্তমানে আমাদের সমাজে বিশেষত বিয়ে বা নতুন ঘর শুরু করার ক্ষেত্রে সফর মাস এড়িয়ে চলার প্রবণতা লক্ষ্য করা যায়। অনেকে ভয় পায় যে, এর ফলে সংসারে অশান্তি নামতে পারে। কিন্তু বাস্তবতা হলো সুখ-দুঃখ, সফলতা-ব্যর্থতা সবই আল্লাহর হাতে। কোনো নির্দিষ্ট মাস বা তারিখ এসব নির্ধারণ করতে পারে না।
সুতরাং, মুসলমানদের কর্তব্য হলো কুসংস্কার ত্যাগ করা, আল্লাহর ওপর আস্থা রাখা এবং প্রতিটি মাসকে সমান মর্যাদা দেওয়া। সফর মাস আমাদের জন্য অন্য মাসগুলোর মতোই ইবাদত, দোয়া, দান-সদকা ও আত্মশুদ্ধি লাভের মাস। কুসংস্কারের বিশ্বাস থেকে দূরে থাকা এবং সঠিক ইসলামী জ্ঞান গ্রহণ করাই আমাদের জন্য উত্তম।
আইএইচ/