Logo

ধর্ম

পবিত্র সফর মাসের ঐতিহাসিক কিছু ঘটনা

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১২:১৩

পবিত্র সফর মাসের ঐতিহাসিক কিছু ঘটনা

ইসলামী হিজরি বর্ষে পবিত্র সফর মাসের গুরুত্ব অপরিসীম। ইসলামের ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই মাস। এসব ঘটনার মধ্যে কিছু আনন্দের, কিছু আবার বেদনার। ইতিহাস থেকে এ মাসে সংগঠিত কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা বাংলাদেশের খবরের পাঠকদের জন্য তুলে ধরা হলো। 

মক্কা থেকে মদিনায় হিজরত

সফর মাসে হিজরতের গুরুত্বপূর্ণ অধ্যায় সংঘটিত হয়েছিল। নবী করিম (সা.) যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তার আগে কুরাইশরা ‘দারুন নাদওয়া’য় বৈঠক করে তাঁকে হত্যার ষড়যন্ত্র করে। এরপর আল্লাহর নির্দেশে হযরত আলী (রা.) নবীর বিছানায় শুয়ে থেকে তাঁর প্রাণ রক্ষা করেন। আর নবীজি (সা.) হযরত আবু বকর (রা.)-কে নিয়ে গুহায় আশ্রয় নেন, যা ‘সওর গুহার ঘটনা’ নামে পরিচিত। সফরের ২৭ তারিখে তাঁরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হন। এ ঘটনাটি ইসলামের ইতিহাসে সফর মাসে সংঘটিত হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা।

খাইবার যুদ্ধ বিজয়

ইসলামের প্রাথমিক যুগে বড় যুদ্ধের একটি হলো খাইবার যুদ্ধ। যদিও এ যুদ্ধের সূচনা হয়েছিল মুহাররম মাসে তবে এর বিজয় সফর মাসে আসে। এ যুদ্ধে মুসলমানদের বিজয় লাভে ইসলামের শক্তি সুসংহত হয়।

সাহাবায়ে কেরাম ও বিজ্ঞ আলেমদের ইন্তেকাল

ইতিহাসে উল্লেখ আছে, সফর মাসে কয়েকজন সাহাবায়ে কেরাম ও বিজ্ঞ আলেমদের ইন্তেকাল হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- আবু তালহা আনসারি (রা.) (৩০ হি.), আবদুর রহমান ইবনে আওফ (রা.) (৩২ হি.), ইমাম নাসায়ি (রহ.) (৩০৩), আল্লামা নববী (রহ.) (২৭৬ হি.), মুজাদ্দিদে আলফেসানি (রহ.) (১০৩৪ হি.), শায়খুল হিন্দ মাহমুদ হাসান (রহ.) (১৩৩৯ হি.), প্রমুখ সফর মাসে ইন্তেকাল করেন।

নবী করিম (সা.) -এর অসুস্থতার সূচনা

ইসলামি ইতিহাসবিদদের একাংশের মতে, রাসূলুল্লাহ (সা.) -এর শেষ অসুস্থতা সফর মাসেই শুরু হয়েছিল। একাদশ হিজরির ২৯ সফর। রাসুল (সা.) জান্নাতুল বাকিতে গেলেন কোনো এক জানাজায়। সেখান থেকে ফেরার পথে তাঁর মাথাব্যথা শুরু হয়। এই অসুস্থতাই ছিল রাসুল (সা.)-এর মৃত্যুরোগের সূচনা। পরে রবিউল আউয়াল মাসে তাঁর ইন্তেকাল ঘটে। তাই এ মাস মুসলমানদের জন্য বেদনার স্মৃতি বহন করে।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর