
ইসলামের পাঁচটি স্তম্ভের একটি নামাজ। একজন মুসলমানের ওপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। নামাজের জন্য পবিত্রতা জরুরি। আর পবিত্রতা হাসিল হওয়ার একটি মাধ্যম অজু।
অজু ছাড়া নামাজ সহিহ হয় না। এজন্য নামাজে দাঁড়ানোর আগে মুসল্লিকে অবশ্যই অজু করতে হবে। কেউ যদি একবার অজু করে, এবং একাধিক ওয়াক্তের নামাজ ওই এক অজু দিয়েই আদায় করে, তাতে অসুবিধা নেই।
তবে, প্রতি ওয়াক্তে নতুন অজু করা উত্তম। আর অলসতার কারণে বায়ু ইত্যাদি চেপে রেখে নামাজ পড়া মাকরুহ। কিন্তু, কেউ এভাবে নামাজ পড়ে নেয়, তাহলে তার নামাজ হয়ে যাবে।
আর কারো যদি গ্যাসের সমস্যা থাকে, তাহলে তার জন্য বায়ু চেপে রেখে নামাজ পড়া মাকরূহ হবে না।
তথ্যসূত্র : আলবাহরুর রায়েক ২/৩৩ ও রদ্দুল মুহতার ১/৩০৭
আইএইচ/