ইসলামে ক্রেতাদেরকে লটারির মাধ্যমে পুরস্কার দেওয়ার বিধান

ধর্ম ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১০:০১
-68a69bff8056e.png)
যদি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা কোম্পানি কাউকে কোনো শর্ত ছাড়া পুরস্কার দিতে চায় এবং সেই পুরস্কারের দাবিদার একাধিক ব্যক্তি হয়, তাহলে এমন পরিস্থিতিতে তাদের মাঝে লটারি বা ড্রয়ের মাধ্যমে কাউকে বেছে নিয়ে পুরস্কার দেওয়া এবং গ্রহণ করা শরিয়তসম্মত ও জায়েজ।
একইভাবে দেখা যায়- কিছু কোম্পানি তাদের নির্দিষ্ট পণ্যের (যেমন- কোমল পানীয়) প্রচারের উদ্দেশ্যে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা ক্রয়কারীদের জন্য পুরস্কার ঘোষণা করে এবং সেই পুরস্কার লটারি বা ড্রয়ের মাধ্যমে প্রদান করে। এর শরঈ হুকুম হলো- যদি সেই পণ্য সবার কাছে সমান ও স্বাভাবিক বাজারমূল্যে বিক্রি করা হয় এবং পণ্যের মানও ভালো হয়, তাহলে এমন লটারি ভিত্তিক পুরস্কার গ্রহণ করা বৈধ ও জায়েজ।
মানে- পুরস্কার ঘোষণার পর যদি পণ্যের মূল্য বৃদ্ধি করা না হয় এবং তা প্রতারণামুক্ত হলে ড্রয়ের মাধ্যমে পুরস্কার দেওয়া বা গ্রহণে শরিয়তের দিক থেকে কোনো বাধা নেই।
উল্লেখ্য, পণ্যের অধিক প্রচারের জন্য এভাবে পুরস্কারের ব্যবস্থা করা পছন্দনীয় নয়; বরং পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য শরিয়তের দৃষ্টিতে পছন্দনীয় নিয়ম হলো, ব্যাপকভাবে মূল্যছাড় দেওয়া কিংবা পূর্বের মূল্য বহাল রেখে পণ্যের পরিমাণ বাড়িয়ে দেওয়া কিংবা পণ্যের গুণগত মান বৃদ্ধি করা ইত্যাদি।
- -জামিয়াতুল উলুমিল ইসলামিয়া আল্লামা ইউসুফ বানুরি টাউনের ১৪৪২১০২০০৮৬০ নম্বর ফতোয়া অবলম্বনে
আইএইচ/