Logo

ধর্ম

স্বামী কি মৃত স্ত্রীকে দেখতে পারবে? যা বলছে ইসলাম

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৩:৫৫

স্বামী কি মৃত স্ত্রীকে দেখতে পারবে? যা বলছে ইসলাম

মৃত অবধারিত সত্য। এটিকে কেউ উপেক্ষা করতে পারে না। কার মৃত্যু কখন হবে, এটাও সকলেরই অজানা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কেউ জানে না কোন মাটিতে তার মৃত্যু হবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক অবহিত।’ (সুরা লোকমান, আয়াত : ৩৪)

যার যখন মৃত্যুর সময় হবে, তখন কেউ সেটির পথরোধ করতে পারবে না। পবিত্র কোরআনে অন্যত্র বর্ণিত হয়েছে, ‘তাদের মৃত্যুর নির্ধারিত সময় যখন উপস্থিত হয়, তখন তারা তা এক মুহূর্তও বিলম্বিত করতে পারবে না, এমনকি মুহূর্তকাল ত্বরান্বিতও করতে পারবে না।’ (সুরা নাহল, আয়াত : ৬১) এজন্য সর্বাবস্থায় আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। 

আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে, স্বামীর জন্য মৃত স্ত্রীকে দেখা, স্পর্শ করা ও গোসল দেওয়া– সবই নাজায়েজ। আসলে এটি কি সত্যি? এর উত্তর হচ্ছে- সমাজের প্রচলিত কথাটি আংশিক সত্য, আংশিক কুসংস্কার। সেটি হলো- স্বামীর জন্য মৃত স্ত্রীকে গোসল দেওয়া ও স্পর্শ করা নাজায়েজ হলেও তাকে দেখা নাজায়েজ নয়; বরং সে তাকে দেখতে পারবে।

হযরত আয়েশা (রা.) বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিউল গারকাদ থেকে যখন ফিরে আসলেন, তখন তিনি আমাকে মাথার যন্ত্রণা অবস্থায় পেলেন। আমি বলছিলাম, হ্যায় আমার মাথা ব্যথা! তখন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আয়েশা! বরং আমার মাথায় ব্যথা হয়েছে। অতঃপর তিনি বলেন, তোমার কোনো সমস্যা নেই। তুমি যদি আমার পূর্বে মারা যাও তবে আমি তোমার পাশে থাকব, তোমাকে গোসল দিব, তোমাকে কাফন পরাব এবং তোমার জানাজার নামাজ আদায় করব। (ইবনে মাজাহা: ১৪৬৫)

তথ্যসূত্র : ফাতাওয়া হিন্দিয়া ১/১৬০, আলবাহরুর রায়েক ২/১৭৪ ও রদ্দুল মুহতার ২/১৯৮

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর