Logo

ধর্ম

আল্লাহর ইবাদত ও তাঁর রাসূলগণের অনুসরণেই রয়েছে মুক্তি : মুফতি আব্দুল মালেক

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৯:৪৩

আল্লাহর ইবাদত ও তাঁর রাসূলগণের অনুসরণেই রয়েছে মুক্তি : মুফতি আব্দুল মালেক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক বলেছেন, জুমার নামাজ মুসলমানদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইবাদত। এই ইবাদতের জন্য মসজিদে প্রবেশ থেকে শুরু করে নামাজ শেষে বাড়ি ফেরার প্রতিটি মুহূর্তে মুসল্লিদের উচিত দুনিয়ার চিন্তা-ভাবনা ভুলে সম্পূর্ণভাবে আল্লাহর দিকে মনোযোগী থাকা। 

তিনি বলেন, জুমার দিনকে আল্লাহ মুসলমানদের জন্য বিশেষ মর্যাদা দিয়েছেন। তাই এ দিনে অন্য সব ব্যস্ততা ছেঁটে একমাত্র ইবাদতের দিকে ঝুঁকতে হবে।

শুক্রবার (২৩ আগস্ট) জুমার খুতবায় তিনি বলেন, ‘জুমার নামাজের জন্য যখন একজন মুমিন মসজিদে আসে, তখন সে যেন অন্য জগতে প্রবেশ করে। তার চিন্তা, মন-মানস সব জান্নাতমুখী হয়ে যায়। দুনিয়ার ধান্দা ছুঁড়ে ফেলে পুরোপুরি আল্লাহমুখী থাকাটাই মসজিদের আদব।’

তিনি মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘আমরা খুতবা কিংবা বয়ানের সময় মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, ছবি তুলি বা ভিডিও করি। অথচ মসজিদের ভেতরে এসব কাজ ইসলামের আদবের পরিপন্থী।’

খুতবায় পবিত্র কুরআনের সূরা আন’আমের আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, ‘আল্লাহ যেসব কাজ হারাম করেছেন তার মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো শিরক। আল্লাহর সঙ্গে কাউকে ইবাদতে শরীক করা স্পষ্ট শিরক। মা-বাবার প্রতি আনুগত্য, সম্মান ও ভালো ব্যবহার ফরজ। কিন্তু তাদের আল্লাহর সঙ্গে শরীক করা হারাম।’ 

তিনি আরও বলেন, ‘মা-বাবা যদি সন্তানকে আল্লাহর সঙ্গে শরীক করার জন্য বাধ্য করেন, তবে তাদের আনুগত্য করা যাবে না। তবে এর মানে এই নয় যে তাদের সঙ্গে খারাপ আচরণ করতে হবে। বরং কুফর ও শিরকের বিষয়ে তাদের মান্য করা যাবে না, কিন্তু দুনিয়ার জীবনে তাদের সঙ্গে সুন্দর আচরণ অব্যাহত রাখতে হবে।’

মুফতি মালেক নবী-রাসূল ও অলিদের মর্যাদা প্রসঙ্গে বলেন, ‘নবীগণ আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল হলেও তারা আল্লাহ নন। তাদের জন্য আল্লাহর বৈশিষ্ট্য সাব্যস্ত করা যাবে না। এমনকি প্রকৃত অলি-বুজুর্গরাও আল্লাহর বান্দা, তাদের জন্য আল্লাহর কোনো গুণ প্রমাণ করা শিরক। যে শরীয়ত ও সুন্নত মানে না, সে কখনো অলি হতে পারে না।’

খুতবার শেষাংশে তিনি মুসল্লিদের উদ্দেশে সতর্ক করে বলেন, ‘সব ধরনের শিরক থেকে আমাদের বাঁচতে হবে। একমাত্র আল্লাহর ইবাদত ও তাঁর প্রিয় রাসূলের সুন্নতের অনুসরণেই মুক্তি রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে শিরক থেকে হেফাজত করুন।’

আইএইচ/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর