রাজধানীতে নাশরুস সীরাহ'র সীরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ধর্ম ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৫:০৬

গতকাল শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে নাশরুস সীরাহ ঢাকা কর্তৃক অনলাইন সীরাত প্রতিযোগিতা ২০২৫-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও সেমিনার আয়োজিত হয়েছে।
সীরাত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম, গবেষক ও লেখক মাওলানা যাইনুল আবিদীন, মাওলানা শরীফ মুহাম্মদ, মুফতি আব্দুস সালাম, মুহাম্মদ, মাওলানা রুহুল আমিন সাদী এবং মুফতি সাইদ আহমাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের শীর্ষ আলেম মুফতি লেহাজ উদ্দিন।
নাশরুস সীরাহ ঢাকার পরিচালক সিফাতুল্লাহ ফাহিম কৃতজ্ঞতা বক্তব্যে বলেন, ‘সীরাত নিয়ে আমাদের আশা ও প্রত্যাশা বহুদূর। আগামী বছর থেকে আমরা প্রতিযোগীদের জন্য অনলাইন এবং অফলাইন- উভয় ব্যবস্থার আয়োজন নিশ্চিত করব। এছাড়াও আরও উন্নত মানের পুরস্কারের ব্যবস্থা করা হবে।’

এর আগে গত ১৫ আগস্ট সকাল ১০টা ১ মিনিটে নাশরুস সীরাহ ঢাকা -এর অনলাইন সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। গতকাল সেই প্রতিযোগিতা থেকে নির্বাচিত সেরা ১৫ জন বিজয়ীকে ৩০ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়।
আইএইচ/