Logo

ধর্ম

গুণবতী স্ত্রী লাভের দোয়া ও ফজিলত

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৮:২১

গুণবতী স্ত্রী লাভের দোয়া ও ফজিলত

স্বামীর জন্য সবচেয়ে বড় উপহার একজন দ্বীনদার গুণবতী স্ত্রী। রাসুল (সা.) একজন ঈমানদার স্ত্রীকে তার স্বামীর জন্য শ্রেষ্ঠ সম্পদ হিসেবে উল্লেখ করেছেন। হজরত ছাওবান (রা.) বলেন, ‘যখন এ আয়াত নাজিল হলো- ‘আর যারা সোনা-রূপা সঞ্চয় করে (আয়াতের শেষ পর্যন্ত); তখন আমরা রাসুল (সা.)-এর সঙ্গে কোনো এক সফরে ছিলাম। 

ওই সফরে রাসুল (সা.)-এর এক সাহাবি বললেন, ‘এটাতো (আয়াত) সোনা-রূপা সর্ম্পকে নাজিল হলো। আমরা যদি জানতে পারতাম কোন সম্পদ উত্তম, তবে তা সঞ্চয় করতাম। তখন রাসুল (সা.) বললেন, তোমাদের কারো শ্রেষ্ঠ সম্পদ হলো- আল্লাহর জিকিরকারী জিহ্বা, কৃতজ্ঞ অন্তর ও ঈমানদার স্ত্রী, যে তার ঈমানের (দ্বীনের) ব্যাপারে তাকে (স্বামীকে) সহযোগিতা করে। (মুসনাদে আহমদ)

একই সঙ্গে আল্লাহর (সা.) পুরুষের জন্য ৪টি বিষয়কে শুভলক্ষণ বলেছেন। সেগুলো হলো- নেককার নারী, প্রশস্ত ঘর, সৎ প্রতিবেশী এবং সহজ প্রকৃতির আনুগত্যশীল পোষ্য বাহন। পক্ষান্তরে চারটি জিনিসকে কুলক্ষণ বলেছেন। তার মধ্যে একটি বদকার নারী। (সহিহ আল জামে) এ ছাড়াও দ্বীনদার গুণবতী নারীর উপকারিতা সম্পর্কে আরও একাধিক হাদিস বর্ণিত হয়েছে। 

গণবতী নেককার স্ত্রী মহান আল্লাহর এক বিরাট নেয়ামত। এটি পাবার আকাঙ্ক্ষা সকলের। পবিত্র কোরআনেও নেককার স্ত্রী পাওয়ার দোয়া শেখানো হয়েছে। যেহেতু দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে, তাই আমাদের উচিৎ সর্বদা দোয়া করে আল্লাহর কাছে চাওয়া। পুণ্যবান লাভের দোয়াটি হলো-

رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا

(উচ্চারণ) রব্বানা-হাবলানা-মিন আয্ওয়া-জ্বিনা-ওয়া যুররিইয়্যা-তিনা-কুররতা আ’ইয়ুনিঁও ওয়া জ‘আললানা-লিল মুত্তাকী-না ইমা-মা। 

অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন। যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে (পুরুষদেরকে) মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দিন।’ (সুরা ফোরকান, আয়াত : ৭৪)

পবিত্র কুরআনে হযরত মুসা (আ.)-এর কাহিনী বর্ণিত হয়েছে। সেখানে হযরত মুসা (আ.)-এর একটি দোয়াও এসেছে। যে দোয়া পড়ার পর মহান আল্লাহ তার জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন। তার আশ্রয়ের পাশাপাশি উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থাও করে দিয়েছেন। শিক্ষণীয় সেই দোয়াটি হলো-

رَبِّ اِنِّیۡ لِمَاۤ اَنۡزَلۡتَ اِلَیَّ مِنۡ خَیۡرٍ فَقِیۡرٌ

উচ্চারণ: রব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।

অর্থ: হে আমার রব, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি তার মুখাপেক্ষী। (সুরা আল-কাসাস, আয়াত : ২৪)

পুণ্যবতী স্ত্রী মহান আল্লাহর দেয়া শ্রেষ্ঠ সম্পদ। স্বামীর জন্য রহমত। অনেক বড় নেয়ামত। পুণ্যবতী স্ত্রী পার্থিব জগতের সব থেকে উত্তম সম্পদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘পার্থিব জগৎটাই হল ক্ষণিক উপভোগের বস্তু। আর পার্থিব জগতের সর্বোত্তম সম্পদ (উপভোগের বস্তু) পুণ্যবতী নারী।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৪৬৭)

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর