ইসলামিক সিভিক ইন্টেলেকচুয়াল ফোরামের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৯:২০

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুর রব বলেছেন, বাংলাদেশের যুবশক্তি এদেশের নৈতিক, জ্ঞানভিত্তিক এবং ভূরাজনৈতিক বাস্তবতার এক কেন্দ্রবিন্দু। এই বাস্তবতাকে ফলবান করার জন্য প্রয়োজন এমন এক ডকট্রিন, যা একদিকে ভবিষ্যতের কাঠামো নির্মাণ করবে, অপরদিকে অতীতের দায় ও আত্মপরিচয়ের সংযোগে রূপান্তর ঘটাবে।
২৩ আগস্ট শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ ভবনে ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক সিভিক ইন্টেলেকচুয়াল ফোরাম আয়োজিত বাংলাদেশের যুব সম্পদ ও কৌশলগত যুবনেতৃত্বের রূপরেখা শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন কবি ও রাষ্ট্রচিন্তক মাওলানা মুসা আল হাফিজ ।
সেমিনারে পেপার উপস্থাপন করেন ব্যারিস্টার এস এম আবিদ রহমান।
সভাপতির বক্তব্যে মুসা আল হাফিজ বলেন, যুবক মানে কেবল বয়সের পরিচয় নয়। যুবক মানে শক্তি, স্বপ্ন, দায়িত্ব এবং ত্যাগ। রাষ্ট্র যদি সুযোগ দেয়, সমাজ যদি আস্থা রাখে, আর তরুণ যদি নিজের ভেতরে জাগিয়ে তোলে নৈতিকতা ও আত্মবিশ্বাস- তবে যুবকরা আগামী দিনের উন্নত ও মর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিতে পারবে।
বৈঠকে বক্তারা বলেন, যুব শক্তির বিকাশের প্রথম শর্ত হলো সঠিক শিক্ষা। এমন শিক্ষা, যা শুধু পরীক্ষায় পাস করায় না, জীবনের সমস্যার সমাধান করতে শেখায়। আমাদের প্রয়োজন জ্ঞান আর দক্ষতার এমন মেলবন্ধন, যা একজন তরুণকে কর্মঠ, সৃজনশীল আর দায়িত্ববান মানুষে পরিণত করবে।
দ্বিতীয়ত, প্রয়োজন নৈতিকতার বিকাশ। শিক্ষা যদি মাথা গড়ে, নৈতিকতা গড়ে হৃদয়। মাদক, সন্ত্রাস, ভোগবাদ- এই অন্ধকার থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। কারণ নৈতিকতা ছাড়া জ্ঞানও অন্ধ, আর শক্তিও ধ্বংসাত্মক।
তৃতীয়ত, আমাদের দরকার উদ্যোক্তা মানসিকতা। আমরা কেন শুধু চাকরির পেছনে ছুটব? আমাদের তরুণেরা যদি উদ্যোক্তা হয়, তবে তারা শুধু নিজের জন্য নয়, শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। কৃষি, প্রযুক্তি, শিল্প, গবেষণা- সবখানেই তরুণরা নেতৃত্ব দিতে পারে।
আলোচনায় অংশ গ্রহণ করেন শিক্ষাবিদ ও নিরাপত্তা বিশ্লেষক কর্নেল (অব.) ড. আশরাফ আল দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টাট আসাদুজ্জাান ফুয়াদ, ড. আতিক মুজাহিদ, কবি পলিয়ার ওয়াহিদ প্রমুখ।
ডিআর/আইএইচ