আকস্মিক মৃত্যু থেকে বাঁচতে রাসূলুল্লাহ (সা.) যে দোয়া পড়তেন

ধর্ম ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১০:০৮
-68aa904a8fb36.jpg)
মৃত্যু অবধারিত- এ থেকে কেউই রক্ষা পাবে না। আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে সবার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। কোরআনে বলা হয়েছে, ‘তাদের মৃত্যুর নির্ধারিত সময় যখন উপস্থিত হয় তখন তারা তা এক মুহূর্তও বিলম্বিত করতে পারবে না, এমনকি মুহূর্তকাল ত্বরান্বিতও করতে পারবে না।’ (সূরা নাহল, আয়াত : ৬১)
পবিত্র কোরআনের আরেক স্থানে ইরশাদ হয়েছে, ‘কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন ভূমিতে তার মৃত্যু হবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সব বিষয়ে সম্যক অবহিত।’ (সূরা লোকমান, আয়াত : ৩৪)
অনেক সময় অসুস্থতা বা বার্ধক্যের কারণে মৃত্যু আগমনের পূর্বাভাস মানুষ টের পায়। কিন্তু বর্তমানে দুর্ঘটনা, হার্ট অ্যাটাক কিংবা অন্য কোনো কারণে হঠাৎ মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে, যা পরিবার-পরিজনকে হতবিহ্বল করে ফেলে।
রাসূলুল্লাহ (সা.) এক হাদিসে বলেছেন, ‘কিয়ামতের একটি আলামত হলো আকস্মিক মৃত্যু প্রকাশ পাওয়া।’ (তাবারানি: ২৩৩)
এ ধরনের অকাল ও আকস্মিক মৃত্যু থেকে রক্ষা পেতে নবীজি (সা.) আল্লাহর কাছে বিশেষ দোয়া করতেন। দোয়াটি হলো:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাদমি, ওয়া আউজুবিকা মিনাত তারাদ্দি, ওয়া আউজুবিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামি, ওয়া আউজুবিকা আইয়াতাখব্বাতানিশ শাইতনু ইনদাল মাওতি, ওয়া আউজুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান, ওয়া আউজুবিকা আন আমুতা লাদি-গান।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে চাপা পড়ে মৃত্যুবরণ থেকে আশ্রয় চাই, গহ্বরে পড়ে মৃত্যুবরণ থেকে আশ্রয় চাই, পানিতে ডুবে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া ও অতিবৃদ্ধ অবস্থায় মৃত্যুবরণ থেকে আশ্রয় চাই। মৃত্যুকালে শয়তানের প্রভাব থেকে আশ্রয় চাই। আপনার পথে যুদ্ধ থেকে পলায়নরত অবস্থায় মৃত্যু থেকে আশ্রয় চাই এবং বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যুবরণ থেকে আশ্রয় চাই। (আবু দাউদ: ১৫৫২; নাসায়ি: ৫৫৪৬; হাকিম: ১/৫৩১)
আলাহ তাআলা আমাদেরকে আকস্মিক মৃত্যু থেকে হেফাজত করুন, আমীন।
আইএইচ/