Logo

ধর্ম

ইসলামে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর পরিণতি ভয়াবহ

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৪:৪৪

ইসলামে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর পরিণতি ভয়াবহ

আত্মীয়তার সম্পর্ক রক্ষা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। কোরআন-হাদিসে এ সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা এসেছে। সম্পর্ক ছিন্ন করা কবিরা গোনাহের অন্তর্ভুক্ত।

আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর জন্য রয়েছে অশেষ পুরস্কার, আর সম্পর্ক ছিন্নকারীর জন্য রয়েছে কঠোর শাস্তি ও অভিসম্পাতের ঘোষণা।

আল্লাহর অভিশাপ

আল্লাহতায়ালা কোরআনে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের নিন্দা করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তাদের ওপর আল্লাহর অভিশাপ। আর আখেরাতে তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস।’ (সূরা আর রাদ, আয়াত : ২৫)

নেক আমল কবুল হয় না

হাদিস শরিফে এসেছে, প্রতি সপ্তাহে মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমল আল্লাহ কবুল করেন না। রাসূলুল্লাহ (সা.) বলেছেন,

‘আদম সন্তানের আমল বৃহস্পতিবার রাতে আল্লাহর কাছে পেশ করা হয়। কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর কোনো আমল কবুল করা হয় না।’ (মুসনাদে আহমাদ)

জান্নাতে প্রবেশ করবে না

রাসূলুল্লাহ (সা.) ঘোষণা করেছেন, ‘আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।’ (সহিহ বুখারি ও মুসলিম)

দুনিয়া ও আখেরাতের শাস্তি

আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর শাস্তি শুধু আখেরাতেই সীমাবদ্ধ নয়, বরং দুনিয়াতেও তার পরিণতি ভোগ করতে হবে। হাদিসে এসেছে, ‘দুনিয়াতে দুটি অপরাধের শাস্তি দ্রুত কার্যকর হয় এবং আখেরাতেও অব্যাহত থাকে। এক. মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ। দুই. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা।’ (জামে তিরমিজি)

আল্লাহও সম্পর্ক ছিন্ন করবেন

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ বলেন, আমি রহমান। আমি আত্মীয়তার জন্য আমার নাম থেকে একটি নাম সৃষ্টি করেছি। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আমি তার সঙ্গে সম্পর্ক বজায় রাখব। আর যে সম্পর্ক ছিন্ন করবে, আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব।’ (সুনানে আবু দাউদ)

ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি ঈমানেরও দাবি। তাই আত্মীয়দের সঙ্গে সম্পর্ক অটুট রাখা প্রতিটি মুসলমানের জন্য অত্যাবশ্যক।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর