Logo

ধর্ম

ইসলামে কবর জিয়ারতের ফজিলত ও পদ্ধতি

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৪:০১

ইসলামে কবর জিয়ারতের ফজিলত ও পদ্ধতি

মা-বাবা ও আত্মীয় স্বজনের কবরের কাছে গেলে মন ভারাক্রান্ত হওয়া বা চোখ অশ্রুসিক্ত হওয়া স্বাভাবিক বিষয়। তবে কবরের পাশে গিয়ে উচ্চস্বরে হাহাকার বা আহাজারি করা ঠিক নয়। 

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, একবার রাসুলুল্লাহ (সা.) তাঁর আম্মার কবর জিয়ারত করতে গিয়ে কান্না করেন। সঙ্গীসাথীরাও এতে অশ্রুসিক্ত হয়ে পড়েন। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমি আমার রবের কাছে মায়ের কবর জিয়ারতের অনুমতি চাইলে তিনি অনুমতি দিয়েছেন। তাই তোমরাও কবর জিয়ারত করো, কেননা তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়।’ (আবু দাউদ)

কবর জিয়ারতের নিয়ম

কবরের পাশে গিয়ে প্রথমে সালাম দিতে হবে, ‘আসসালামু আলাইকুম দারা ক্বাওমিম মুমিনিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন।’ (মুসলিম)

অর্থ: হে মুমিনবাসী! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। নিশ্চয়ই আমরা শিগগিরই তোমাদের সঙ্গে মিলিত হব ইনশাআল্লাহ।

এরপর দরুদ শরিফ, সুরা ফাতিহা, সুরা ইখলাস এবং আয়াতুল কুরসি পড়তে হবে। মৃত ব্যক্তির রুহের মাগফিরাত ও রহমতের জন্য দোয়া করতে হবে। নিজের জন্যও ক্ষমা ও কল্যাণ কামনা করা উত্তম।

কবর জিয়ারতের সময়

কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। যেকোনো দিন, যেকোনো সময় কবর জিয়ারত করা যায়। তবে জুমার দিনে কবর জিয়ারতের ফজিলত বেশি। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতি জুমায় তার মা-বাবা বা তাদের একজনের কবর জিয়ারত করবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এবং সে সদ্ব্যহারকারীদের অন্তর্ভুক্ত হবে।’

কবর জিয়ারতের দোয়া

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) মদিনার কবরবাসীদের পাশ দিয়ে যাওয়ার সময় বলতেন, ‘আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর; ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আছার।” (তিরমিজি, হাদিস: ১০৫৩)

অর্থ: হে কবরবাসীগণ! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন। তোমরা আগে চলে গেছ, আমরা পরে আসছি।

কবর জিয়ারতের সময় পবিত্র অবস্থায় প্রথমে সালাম দেওয়া, এরপর কোরআন তেলাওয়াত ও দোয়া করা উত্তম। মা-বাবা বা মৃত আত্মীয়দের জন্য মাগফিরাত চাওয়া এবং নিজের জন্য রহমত কামনা করা-এটাই জিয়ারতের মূল উদ্দেশ্য।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর