Logo

ধর্ম

ঈদে মিলাদুন্নবী আসলে কবে, ৪ নাকি ৬ সেপ্টেম্বর?

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২২:০৯

ইসলাম ধর্মের রীতি অনুযায়ী মুসলিম সম্প্রদায় ধর্মীয় আচার-অনুষ্ঠানে চান্দ্রমাস অনুসরণ করে থাকে। তবে চাঁদ দেখার পার্থক্যের কারণে দেশভেদে দিনক্ষণে ভিন্নতা দেখা যায়।

এবার যেমন- সৌদি আরবে রবিউল আউয়ালের চাঁদ দেখা যাওয়ায় ২৪ আগস্ট থেকে নতুন আরবি মাস শুরু হয়েছে। বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশে হিসেব অনুযায়ী ২৫ আগস্ট রবিউল আউয়াল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ২৪ আগস্ট রবিবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় ধর্ম মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী রবিউল আউয়াল মাস শুরু হবে ২৬ আগস্ট থেকে। তাই এবারের আরবি পঞ্জিকাবর্ষে সফর মাস পূর্ণ ৩০ দিনের হতে যাচ্ছে।

ফলে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের পার্থক্য দাঁড়িয়েছে দুই দিনের। এই কারণে ঈদে মিলাদুন্নবী পালনের তারিখ নিয়েও সাধারণ মানুষের মনে দ্বিধা দেখা দিয়েছে- এবার তা ৫ সেপ্টেম্বর সৌদি আরবের সাথে মিল রেখে একদিন পর নাকি ৬ সেপ্টেম্বর চাঁদ দেখা অনুসারে পালিত হবে।

এ বিষয় নিয়ে স্পষ্ট ধারণা দিতে বাংলাদেশের খবর কথা বলেছে জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব ও আহসানিয়া মিশন ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনীর সঙ্গে। তার বক্তব্য বিস্তারিত ভিডিওতে

এসডি/টিএইচ/এএইচকে/আইএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর