নিজেরা রক্ত দিয়ে রক্তদানে উৎসাহিত করলেন পবিত্র কাবা শরীফের ২ ইমাম

ধর্ম ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১১:৩৫
-68ae99095e290.png)
নিজেদের রক্ত দান করার মাধ্যমে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বার্ষিক রক্তদান কর্মসূচি উদ্বোধন করলেন মসজিদুল হারামের প্রধান দুই ইমাম ও প্রখ্যাত স্কলার শায়খ আবদুর রহমান আস-সুদাইস এবং শায়খ সৌদ আল-বালিলাহ।
গত ২৫ আগস্ট সোমবার রাজধানী রিয়াদে অবস্থিত বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ মেডিকেল সেন্টারে আয়োজিত এই উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান করেন তারা। এ সময় উভয়ে সৌদি আরবের সাধারণ মানুষদেরকে রক্তদান করার ব্যাপারেও উৎসাহ প্রদান করেন। ইমামদ্বয় বলেন, ‘প্রাণ বাঁচানো ও সমাজসেবার মতো ইসলামের মূলনীতির সাথে এ উদ্যোগেরও সম্পর্ক রয়েছে।’
জাতীয় ব্লাডব্যাংকের রিজার্ভ শক্তিশালী এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। ক্রাউন প্রিন্সের এ কর্মসূচিতে সহযোগিতা করছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ।
এ উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যেই সৌদি আরবের প্রধান শহরগুলোতে মোবাইল রক্তদানের ইউনিট মোতায়েন করা হয়েছে। মূলত ভিশন-২০৩০ এর আওতায় জনস্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির বৃহত্তর লক্ষ্যের অংশ হিসেবেই এই আয়োজন।
সূত্র : ইসলামিক ইনফরমেশন
আইএইচ/