-68aeab773f0e0.png)
হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। আরবিতে ‘রবিউল আউয়াল’ অর্থ প্রথম বসন্ত। ইসলামের ইতিহাসে এ মাসের রয়েছে বিশেষ গুরুত্ব ও মর্যাদা। এ মাসটি তাৎপর্যপূর্ণ হওয়ার কয়েকটি ঘটনা নিম্নে উল্লেখ করা হলো-
১. বিশ্বনবীর (সা.) জন্ম
এ মাসেই পৃথিবীতে আগমন করেছেন বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি।’ (সূরা আম্বিয়া, ২১:১০৭)
২. হযরত খাদিজা (রা.)-এর সঙ্গে বিবাহ
রবিউল আউয়াল মাসেই রাসূলুল্লাহ (সা.) বিবাহবন্ধনে আবদ্ধ হন উম্মুল মু’মিনীন খাদিজাতুল কুবরা (রা.)-এর সঙ্গে, যিনি তাঁর প্রথম স্ত্রী, দীনী দাওয়াতের প্রথম সমর্থক এবং ইতিহাসে তিনিই প্রথম রাসূলের নিকট ইসলাম ধর্ম গ্রহণ করেন।
৩. ইসলামের প্রথম মসজিদ নির্মাণ
এ মাসেই মদিনার নিকটবর্তী কুবা গ্রামে প্রথম মসজিদ নির্মাণ করা হয়। এ মসজিদের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ‘যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত, সেখানে দাঁড়ানোই অধিক উপযুক্ত।’ (সূরা আত-তাওবা, ৯:১০৮)
৪. হিজরত
এই মাসেই নবী করীম (সা.) প্রিয় জন্মভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। যেদিন তিনি মদিনায় পৌঁছান, তা ছিল সোমবার ১২ রবিউল আউয়াল।
৫. ইন্তেকাল
বিশ্ব মানবতার মুক্তির দূত, রাসূলুল্লাহ (সা.) এ মাসেই ইন্তেকাল করেন। আল্লাহর রাসূল (সা.) আল্লাহর দ্বীন পূর্ণরূপে পৌঁছে দিয়ে তাঁর প্রভুর আহ্বানে সাড়া দেন। আল্লাহ তাআলা বলেন,
‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম ও তোমাদের প্রতি আমার নেয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে পছন্দ করলাম।’ (সূরা আল-মায়েদা, ৫:৩)
রবিউল আউয়াল মাসে আমল
কোরআন ও সহিহ হাদিসে এ মাসের জন্য কোনো বিশেষ আমল নির্ধারিত নেই। তবে অন্যান্য মাসের মতো নফল ইবাদত, সৎকর্ম, নেক আমল এ মাসেও করা যায়। এর মধ্যে একটি উত্তম আমল হলো প্রতি সোমবার রোজা রাখা।
সহিহ হাদিসে এসেছে, হযরত আবু কাতাদা (রা.) বর্ণনা করেন, সোমবারের রোজা সম্পর্কে নবী করীম (সা.)-কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন- ‘এ দিনেই আমার জন্ম হয়েছে এবং এ দিনেই আমার প্রতি ওহি নাযিল হয়েছে।’ (সহিহ মুসলিম, হাদিস ১১৬২)
আইএইচ/