Logo

ধর্ম

হাদিসের আলোকে হায়াত বৃদ্ধির ৩ আমল

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৮:০৯

হাদিসের আলোকে হায়াত বৃদ্ধির ৩ আমল

মৃত্যু একটি অবধারিত সত্য। একে অস্বীকার করার কোনো উপায় নেই। আল্লাহ তায়ালা প্রত্যেক সৃষ্টিকে মরণশীল করেছেন। পবিত্র কোরআনে তিনি বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করি এবং পরিশেষে তোমরা সবাই আমার কাছেই প্রত্যাবর্তিত হবে।’ (সূরা আম্বিয়া, আয়াত : ৩৫)

সমাজের দরিদ্র দিনমজুর হোক কিংবা সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি- মৃত্যুর জন্য নির্ধারিত সময় উপস্থিত হলে কারো পক্ষে তা এড়ানো সম্ভব নয়। আল্লাহ তায়ালা বলেন, ‘আর আল্লাহ যদি মানুষকে তাদের সীমালঙ্ঘনের কারণে শাস্তি দিতেন তবে ভূপৃষ্ঠে কোনো জীবকেই রেহাই দিতেন না; তবে তিনি এক নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেন। আর যখন তাদের নির্ধারিত সময় এসে যায়, তখন তারা এক মুহূর্তও এগোতে কিংবা পিছোতে পারে না।’ (সূরা নামল, আয়াত : ৬১)

আবার আল্লাহ তায়ালা আরও বলেন, ‘তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু অবশ্যই তোমাদের কাছে পৌঁছাবে, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান কর।’ (সূরা নিসা, আয়াত : ৭৫)

হাদিস শরিফে কিছু আমলের কথা উল্লেখ আছে, যার মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি হতে পারে। যেমন, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে।’ (বুখারি, হাদিস : ৫৫৫৯)

অন্য হাদিসে এসেছে- সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দোয়া ছাড়া কিছুই তাকদীর পরিবর্তন করতে পারে না, আর নেক আমল ছাড়া কিছুই হায়াত বৃদ্ধি করে না।’ (তিরমিজি, হাদিস : ২১৩৯)

এ থেকে বোঝা যায়, দোয়ার মাধ্যমেও হায়াত বৃদ্ধি হতে পারে। তবে হায়াত বৃদ্ধির ব্যাখ্যা কী? এ বিষয়ে মুহাদ্দিসগণ বলেছেন- কখনো এর অর্থ হয় শরীরের শক্তি ও সামর্থ্য বৃদ্ধি পাওয়া। আবার কখনো এর মানে হয়, হায়াতে বরকত পাওয়া, নেক আমলের তাওফিক অর্জন করা এবং সময়গুলো সৎকাজে ব্যয় হওয়ার সুযোগ পাওয়া।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে এবং তা আসার আগে মৃত্যুর জন্য দোয়া না করে। কেননা মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়। আর মুমিনের বয়স দীর্ঘ হলে তার কল্যাণই বৃদ্ধি পায়।’ (মুসলিম : ৬৫৭৫)

হায়াত বৃদ্ধির জন্য রাসুলুল্লাহ (সা.) দোয়া করেছেন এবং আমল শিক্ষা দিয়েছেন। এর মধ্যে তিনটি বিশেষ আমল হলো- 

১. দোয়া ও নেক আমল করা : হজরত সালমান (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘দোয়া ছাড়া কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না, আর সৎকাজ ছাড়া কিছুই হায়াত বৃদ্ধি করতে পারে না।’ (তিরমিজি : ২১৩৯)

২. আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা : হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে।’ (বুখারি : ৫৫৬০)

৩. প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করা : হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আত্মীয়তার বন্ধন বজায় রাখা, চরিত্র সুন্দর রাখা এবং প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করার মাধ্যমে দেশ আবাদ থাকে এবং হায়াত বৃদ্ধি পায়।’ (মুসনাদে আহমদ : ২৫২৫৯)

সুতরাং, মানুষের জীবনে সবচেয়ে অনিবার্য সত্য হলো মৃত্যু। এ সত্য থেকে কোনো মানুষই মুক্ত নয়। ধনী-গরিব, শক্তিশালী-দুর্বল সকলের জন্যই মৃত্যুর মুহূর্ত নির্ধারিত। তবে ইসলামের দৃষ্টিতে মৃত্যু মানেই সবকিছুর সমাপ্তি নয়; বরং এর পরেই শুরু হয় চিরস্থায়ী জীবনের পথচলা। তাই মৃত্যুর প্রস্তুতি নিতে যেমন নির্দেশনা দেওয়া হয়েছে, তেমনি কোরআন-হাদিসে উপরোল্লিখিত আমলের কথাও এসেছে যার মাধ্যমে হায়াতে বরকত লাভ করা যায়।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর