অভাবমুক্ত জীবনের জন্য রাসূল (সা.) যে আমলের নির্দেশ দিয়েছেন

ধর্ম ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৪:৩১
-68b4087ceb6e2.png)
জীবনে দারিদ্র্য ও অভাব মানুষকে দুর্বল করে দেয়। ইসলামে আল্লাহর উপর ভরসা রাখার পাশাপাশি কিছু বিশেষ আমল রয়েছে, যেগুলো দুনিয়াবি জীবনে কল্যাণ ও প্রশান্তি বয়ে আনে। এর মধ্যে অন্যতম হলো সুরা ওয়াকিয়ার আমল। হাদিসের আলোকে সুরা ওয়াকিয়া পাঠের অনেক ফজিলত রয়েছে। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে, তার ওপর অভাব আসবে না।’ (বায়হাকি: ২৪৯৭, তাফসিরে রুহুল মাআনি: ২/১২৮)
অন্য এক ঘটনায় দেখা যায়, ইবনে মাসউদ (রা.) মৃত্যুশয্যায় ওসমান (রা.)-কে বলেছিলেন, ‘আমি আমার কন্যাদের সুরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে, অভাব তাকে স্পর্শ করবে না।’ (তাফসিরে জালালাইন: ৬/৩৫৩)
প্রতিদিন মাগরিব বা এশার নামাজের পর সুরা ওয়াকিয়া পাঠ করলে দুনিয়ার অভাব থেকে রক্ষা পাওয়া যাবে। আর সুরা ওয়াকিয়ার আমল শুধু যে অভাব দূর করার জন্য করব তা নয়, বরং আল্লাহর উপর নির্ভরতা ও আখিরাতের প্রতি নিজেদের বিশ্বাসকে দৃঢ় করাই এর আসল উদ্দেশ্য। তাই প্রতিদিনের জীবনে এই সুরার আমলকে অভ্যাসে পরিণত করা উচিত।
আইএইচ/