হিজাব ইস্যুতে স্থায়ী সমাধানের আহ্বান শায়খ আহমাদুল্লাহর

ধর্ম ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৭
-68b551d164fea.png)
হিজাব ও পর্দা নিয়ে দুদিন পরপর তৈরি হওয়া অস্থিরতার স্থায়ী সমাধান চেয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ।
তিনি বলেছেন, ধর্ম পালন নাগরিকদের সাংবিধানিক মৌলিক অধিকার। ড্রেসকোডের খোঁড়া অজুহাত তুলে কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা সংবিধান পরিপন্থী কাজ।
গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘পাগড়ি শিখদের ধর্মীয় প্রতীক। পাগড়ি পরে তারা যদি পৃথিবীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে, এমনকি বিভিন্ন বাহিনীতে চাকরি করতে পারে, তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে হিজাব-নিকাব পরে মেয়েরা কেন পড়াশোনা করতে পারবে না!’
তিনি আহ্বান জানিয়ে লেখেন, ড্রেসকোডের অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতীক ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সরকারের যথাযথ কর্তৃপক্ষ যেন সুস্পষ্ট নির্দেশনা জারি করে।
ডিআর/আইএইচ