যে সুরা পাঠে কবরের আজাব ও আখেরাতের কঠিন সময়ে মুক্তি মেলে

ধর্ম ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫
-68b653549715d.png)
পরকালে মানুষের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো আল্লাহর দরবারে মুক্তি পাওয়া এবং কবরের শাস্তি থেকে নিরাপদ থাকা। দুনিয়াবি জীবনে আমরা জেনে বা না বুঝে অনেক গুনাহ করে ফেলি। এ সব গুনাহের হিসাব কিন্তু আল্লাহ কাল কেয়ামতের মাঠে নিবেন। বিচার দিবসের সেই কঠিন সময়ে কোরআনের এক বিশেষ সুরা- সুরা মুলক, যা নিয়মিত পাঠ করলে ঈমানদার বান্দার জন্য আখেরাতে সুপারিশকারী হবে।
কেননা, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘পবিত্র কোরআনে ত্রিশ আয়াতবিশিষ্ট একটি সুরা আছে, যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয়। এ সুরাটি হলো- তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক।’ (সুনানে আবু দাউদ: ১৪০০; সুনানে তিরমিজি: ২৮৯১)
আরেকটি হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি প্রতি রাতে তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক পড়বে, আল্লাহ তাআলা তাকে এই সুরার মাধ্যমে কবরের আজাব থেকে রক্ষা করবেন।’ (নাসায়ি: ৭১১; সহিহুত তারগিব: ২/২৫৩: ১৫৮৯)
প্রতিদিন এশার নামাজের পর বা ঘুমানোর আগে সুরা মুলক পাঠ করলে কবরের আজাব থেকে মুক্তি এবং আখেরাতে সুপারিশ লাভ করা যায়।
সুতরাং, সুরা মুলক একজন মুমিনের আখেরাতের বন্ধু। নিয়মিত পাঠ করলে এটি কবরের আঁধারে আলো জ্বালাবে এবং কেয়ামতের দিন মুক্তির সুপারিশ করবে। তাই প্রতিদিন দুনিয়াবি কাজ শেষে ঘুমানোর আগে এ সুরার তেলাওয়াত করা উত্তম।
আইএইচ/