‘সিরাত বোঝার পূর্বপাঠ’ : সিরাতপ্রেমীদের জন্য এক অনন্য গ্রন্থ

ধর্ম ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৯

মানবসভ্যতার ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আলোকবর্তিকা, যিনি আঁধার ভেঙে মানবতার দিগন্তে সূর্যের মতো উদিত হয়েছেন। তাঁর জীবনের অনুপম শিক্ষা ও দিকনির্দেশনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সিরাত সাহিত্য। সেই ধারাবাহিকতায় প্রকাশিত হয়েছে নতুন বই ‘সিরাত বোঝার পূর্বপাঠ’।
মদীনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. ইয়াহইয়া বিন ইবরাহীম ইয়াহইয়ার আরবি গ্রন্থ থেকে বইটি অনূদিত হয়েছে। বাংলায় প্রাঞ্জল অনুবাদ করেছেন মুহাদ্দিস, লেখক ও খতীব আব্দুল্লাহ আলমামুন আশরাফী।
মোট ১০টি অধ্যায়ে রচিত এই গ্রন্থে রয়েছে সিরাতপাঠের অপরিহার্যতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াকে প্রদত্ত উপহার, যুগ যুগ ধরে তাঁর প্রাসঙ্গিকতা, উম্মতে উলামাদের অবদানসহ নানা প্রশ্নের সংক্ষিপ্ত অথচ প্রাণবন্ত উত্তর। সহজবোধ্য ভাষার কারণে বইটি এক বসায় পড়া যায় বলে জানিয়েছেন পাঠকরা।
প্রকাশনা সংস্থা আল আমীন রিসার্চ পাবলিকেশন বইটি বাজারে এনেছে। প্রচ্ছদ করেছে নান্দনিক গ্রাফিক্স এন্ড প্রিন্টার্স। ১১২ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ১৫০ টাকা। পরিবেশক হিসেবে রয়েছে বাংলাবাজারের ইলমিয়া কুতুবখানা।
প্রকাশকের আশা, বইটি পাঠকের মধ্যে সিরাত অধ্যয়নের আগ্রহ বাড়াবে এবং সমাজ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে।
বইটি সংগ্রহ করতে যোগাযোগ: +880 1965-325191
আইএইচ/