-68be7889758e7.png)
মানুষের জীবনে আমলের গুরুত্ব অপরিসীম। জান্নাত লাভের জন্য শুধু ফরজ ইবাদত যথেষ্ট নাও হতে পারে। কারণ হাদিসে এসেছে, বান্দার ফরজ আমলে ঘাটতি দেখা দিলে নফল ইবাদতের মাধ্যমে তা পূর্ণ করা হবে। (আবু দাউদ, হাদিস : ৮৬৪) তাই ফরজ আমলের পাশাপাশি নফল ও সহজ কিছু জিকির-আজকার করা অত্যন্ত জরুরি। বাংলাদেশের খবরের পাঠকদের জন্য ১০টি সহজ ও অত্যন্ত উপকারী আমল উল্লেখ করা হলো-
১. দৈনিক একশত বার সুবহানাল্লাহ পাঠ করা। এতে বান্দার আমলের খাতায় এক হাজার সওয়াব লেখা হয় এবং এক হাজার গুনাহ মাফ করা হয়। (সহিহ মুসলিম, হাদিস : ৪/২০৭৩)
২. আলহামদুলিল্লাহ বলা। এটি আমলের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়া। (তিরমিজি, হাদিস : ৫/৪৬২)
৩. লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা- এটি সর্বোত্তম জিকির। (তিরমিজি, হাদিস : ৫/৪৬২)
৪. সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার- এই বাক্যগুলো আল্লাহর নিকট অধিক প্রিয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘এগুলো আমার নিকট পৃথিবীর সব কিছুর চেয়ে প্রিয়।’ (সহিহ মুসলিম, হাদিস : ৪/২০৭২)
৫. দৈনিক একশত বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে সমুদ্রের ফেনার মতো গুনাহ থাকলেও মাফ করা হবে। (সহিহ আল-বুখারি, হাদিস : ৭/১৬৮)
৬. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। রাসুল (সা.) বলেন, এই বাক্যগুলো উচ্চারণে সহজ, আমলের পাল্লায় ভারী এবং দয়াময় আল্লাহর নিকট প্রিয়। (বুখারি, হাদিস : ৭/১৬৮)
৭. যে ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপন করা হবে। (তিরমিজি, হাদিস : ৫/৫১১)
৮. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। রাসুল (সা.) বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ- এটি জান্নাতের গুপ্তধনের একটি। (সহিহ বুখারি, হাদিস : ১১/২১৩)
৯. রাসুল (সা.) বলেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ- এই বাক্যগুলো ‘অবশিষ্ট নেক আমল’। (মুসনাদে আহমাদ, হাদিস : ৫১৩)
১০. রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন। আর যে সকাল ও বিকেলে দশবার করে দরুদ পাঠ করবে, কেয়ামতের দিন সে আমার সুপারিশ পাবে।’ (মাজমাউজ জাওয়াইদ, হাদিস : ১০/১২০)
এগুলো সব ছোট ছোট আমল হলেও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কারণ ছোট আমল নিয়মিত করলে আল্লাহ খুশি হন। এসব আমল নিয়মিত করতে পারলে আমাদের দুনিয়া ও আখিরাত কল্যাণকর হবে।
আইএইচ/