Logo

ধর্ম

সুরা ফাতিহা থেকে প্রাপ্ত ৫ শিক্ষা

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭

সুরা ফাতিহা থেকে প্রাপ্ত ৫ শিক্ষা

পবিত্র কোরআনের সূচনা সুরা হলো সুরা ফাতিহা। মাত্র সাত আয়াতের এই ছোট্ট সুরাটিকে বলা হয় উম্মুল কিতাব- কোরআনের মূল সারাংশ। প্রতিদিনের নামাজে মুসলমানরা এ সুরা পাঠ করেন। তাই এর শিক্ষা ও তাৎপর্য আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুরা ফাতিহায় আল্লাহর প্রশংসা, করুণা ও দয়াশীলতার বর্ণনা রয়েছে। আল্লাহই সমগ্র সৃষ্টির পালনকর্তা, তিনিই ন্যায় বিচারের দিনের মালিক। এ সুরায় বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন- আমাদের সেই সরল পথ দেখাও যে পথে তোমার অনুগ্রহ লাভ করা যায়, সেই পথ নয় যাতে বিভ্রান্তি বা গোমরাহী রয়েছে। 

এ সুরা থেকে প্রাপ্ত শিক্ষা-

১. জীবন ও জগতের সবকিছুর মালিক আল্লাহ। তাই প্রতিটি পরিস্থিতিতে তাঁর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত।

২. আল্লাহর দুটি প্রধান গুণ- রহমান ও রহিম। মুসলমানদের জীবনেও করুণা ও দয়া প্রকাশ পাওয়া উচিত।

৩. আমরা সবাই একদিন কেয়ামতের ময়দানে হিসাব দেবো। তাই ন্যায়পরায়ণ জীবনযাপন অপরিহার্য।

৪. মানুষ ভুল করতে পারে, বিভ্রান্ত হতে পারে। এজন্য প্রতিদিন আল্লাহর কাছে সঠিক পথে চলার দোয়া করা দরকার।

৫. শুধু নিজের জন্য নয়, বরং সকলের কল্যাণে প্রার্থনা করা- এটিই ইসলামের অন্যতম বার্তা।

সুরা ফাতিহা আমাদের ঈমান, চরিত্র ও জীবনবোধের দিকনির্দেশনা। এর প্রতিটি আয়াতে লুকিয়ে আছে আল্লাহর প্রতি ভরসা, বিনয় ও সঠিক পথে চলার আহ্বান।

আইএইচ/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর