Logo

ধর্ম

রবিউল আউয়াল মাস আমাদের যে শিক্ষা দেয়

Icon

‎সিফাতুল্লাহ ফাহিম

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৩

রবিউল আউয়াল মাস আমাদের যে শিক্ষা দেয়

বছর ঘুরে এখন চলছে মহিমান্বিত রবিউল আউয়াল মাস। এ মাসেই আল্লাহ তাআলা বিশ্বমানবতার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এ ব্যাপারে ‎আল্লাহ কোরআনে বলেন,‎‎ ‘আর আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ’ (সুরা আম্বিয়া : ১০৭) ‎রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন পুরো মানবজাতির জন্য এক আলোকবর্তিকা। তাই এই মাস উম্মাহর হৃদয়গুলোকে এক কাতারে দাঁড় করানো ও সিরাত পাঠের মাধ্যমে ঐক্যের শপথ নবায়ন করার শিক্ষা দেয়। 

‎কুরআন ও সুন্নাহ থেকেও ঐক্যের আহ্বান পাওয়া যায়। ‎আল্লাহ বলেন, ‎‘তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।’ ‎(সুরা আলে ইমরান: ১০৩)

‎এই আয়াতে স্পষ্টভাবে উম্মাহকে ঐক্যবদ্ধ থাকতে বলা হয়েছে। আল্লাহর রজ্জু মানে কুরআন ও সুন্নাহ। রাসুল (সা.) রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণের মাধ্যমে যে দাওয়াতের সূচনা করেন তার মূল ভিত্তি ছিল উম্মাহকে ঐক্যবদ্ধ করা।

‎তাঁর জীবনেও ঐক্যের দৃষ্টান্ত পাওয়া যায়। ‎কেননা, নবুওয়ত লাভের পর রাসুল (সা.) ‎মক্কার সমাজকে বিভক্ত অবস্থায় পান। যেখানে কেউ গর্ব করত বংশ নিয়ে, কেউ সম্পদ, আবার কেউ গোত্র নিয়ে। নবীজী (সা.) ‎এর দাওয়াত সেই বিভাজনগুলো ভেঙে দিল। মক্কার কালো-সাদা, ধনী-গরিব, আরব-অনারব সবাই এক কাতারে দাঁড়াল। 

‎রাসুল (সা.) বলেন, ‎‘তোমরা সবাই আদম সন্তান, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। কোনো আরবের ওপর অনারবের, কোনো শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের কিংবা কোনো কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই; কেবল তাকওয়া ছাড়া।’ ‎(মুসনাদে আহমাদ, হাদিস: ২৩৪৮৯)

‎এ শিক্ষাই আজ আমাদের জন্য রবিউল আউয়ালের মূল বার্তা। উম্মাহর মধ্যে বিভাজন নয়, বরং প্রয়োজন তাকওয়া ও সুন্নাহর আলোয় ঐক্য।

‎আল্লাহ আমাদের প্রত্যেককে রাসুল (সা.) এর দেখানো পথে চলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাওয়ার তাওফিক দান করুন, আমিন।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর