Logo

ধর্ম

হাদিসের আলোকে ইসলামের ৫ মূলনীতি

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১১

হাদিসের আলোকে ইসলামের ৫ মূলনীতি

মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা এবং তাঁর সন্তুষ্টি অর্জন করা। ইসলাম এ লক্ষ্য পূরণের জন্য কিছু মৌলিক ভিত্তি নির্ধারণ করেছে। এই ভিত্তিগুলো মেনে চললেই একজন মুসলমান তার ঈমানকে সুদৃঢ় করতে পারে। সেজন্য নবী কারীম (সা.) ইসলামের মৌলিক কাঠামোকে একটি সুস্পষ্ট হাদিসে তুলে ধরেছেন।

ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি পাঁচটি।

১। আল্লাহ্ ছাড়া ইলাহ্ নেই এবং নিশ্চয় মুহাম্মদ আল্লাহ্‌র রাসূল-এ কথার সাক্ষ্য দান।

২। সালাত (নামায/নামাজ) কায়েম করা

৩। যাকাত দেওয়া

৪। হাজ্জ (হজ্জ) করা এবং

৫। রামাদান এর সিয়াম পালন করা। (বুখারি, হাদিস : ৭)

এই হাদিসে ইসলামের মূল কাঠামো তুলে ধরা হয়েছে। যেমন- 

কালেমা হলো ঈমানের ঘোষণা, যা একজন মানুষকে মুসলিম হিসেবে পরিচিত করে।

সালাত কায়েম আল্লাহর সঙ্গে নিয়মিত সম্পর্ক স্থাপনের শ্রেষ্ঠ মাধ্যম।

যাকাত আদায় সমাজে ধনসম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার একটি অর্থনৈতিক ব্যবস্থা।

হজ্জ পালন ভ্রাতৃত্ব, ত্যাগ ও আত্মসমর্পণের মহত্তম শিক্ষা।

সিয়াম সাধনা আত্মসংযম, তাকওয়া ও ধৈর্য অর্জনের একটি অনন্য প্রশিক্ষণ।

অতএব, এই পাঁচটি স্তম্ভ মুসলমানের ঈমান ও আমলের মূলভিত্তি। এগুলোর ওপরই দাঁড়িয়ে থাকে একজন মুসলমানের ইসলামী জীবন।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর