
সপ্তাহের শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ দিন হলো জুমা। এটিকে বলা হয় সাপ্তাহিক ঈদ। ‘জুমা’ এসেছে ‘জমা’ শব্দ থেকে, যা আরবি; এর মানে একত্র হওয়া। এ দিনে আগে মসজিদে গেলে রয়েছে বিশেষ পুরস্কার।
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ।’ (ইবনে মাজাহ, হাদিস: ১০৮৪)
অনেকেই প্রশ্ন করেন, শীতে গোসল করা কষ্টকর। তবে জুমার দিনে গোসল কি আবশ্যক?
ফুকাহায়ে কেরাম বলেন, এ ব্যাপারে মতভেদ আছে। কেউ বলেছেন, গোসল ফরজ; কেউ বলেছেন, সুন্নত; আবার কেউ বলেছেন, মুস্তাহাব। তবে অধিকাংশ আলেম গোসলকে সুন্নত বলেছেন। তাই বিশেষ কারণে না করলে গুনাহ নেই। কিন্তু কারো জন্য যদি গোসল ফরজ হয়, তবে তা করা অপরিহার্য। নইলে অজু-নামাজ কিছুই হবে না। (ফিকহুস সুন্নাহ: ১/৫৩-৫৫)
জুমার দিনে গোসল করে মসজিদে যাওয়ার ফজিলত প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করে, উত্তম পোশাক পরে, সুগন্ধি ব্যবহার করে, তারপর জুমার নামাজে আসে এবং কারো গায়ের ওপর দিয়ে না গিয়ে নির্ধারিত নামাজ আদায় করে, খুতবা থেকে সালাম পর্যন্ত চুপ থাকে, তবে তার এ আমল পূর্ববর্তী জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সব ছোট গুনাহর কাফফারা হবে।’ (আবু দাউদ, হাদিস: ৩৪৩)
আইএইচ/