Logo

ধর্ম

হিজাব একজন নারীর সাহস ও অহংকার

Icon

মুফতী খায়রুল হাসান বিন মুজাহিদ

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪

হিজাব একজন নারীর সাহস ও অহংকার

ইসলামে হিজাব শুধু একটি পোশাক নয়, বরং তা নারী জাতির সাহস, মর্যাদা, লজ্জাশীলতা এবং আল্লাহর নির্দেশ মান্য করার নিদর্শন। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, ‘হে নবী! আপনার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের চাদরের কিছুটা নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে চিনে নেওয়া সহজ হবে এবং তারা নিগৃহীত হবে না।’ (সূরা আহযাব ৩৩:৫৯)  

আরও এরশাদ হচ্ছে, ‘মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে এবং তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, যা প্রকাশিত হয় তা ছাড়া। আর তারা যেন তাদের ওড়না বক্ষদেশের উপর ফেলিয়া দেয়।’ (সূরা আন-নূর ২৪:৩১)

রাসূল (সা.) বলেছেন, ‘লজ্জাশীলতা ঈমানের অংশ।’ (বুখারী, মুসলিম) অতএব, হিজাব নারীর ঈমান, ইজ্জত ও আত্মসম্মানের প্রতীক।

আজকের যুগে যখন পশ্চিমা সংস্কৃতির প্রভাবে অনেক সমাজে হিজাবকে পশ্চাদপদতা বলে আখ্যা দেওয়া হচ্ছে, তখন মুসলিম নারীরা নিজেদের পরিচয় ও গৌরব রক্ষায় হিজাবকে গ্রহণ করছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংসদ (ঢাকসু) নির্বাচনে হিজাব পরিহিতা কিছু শিক্ষার্থীর বিজয় প্রমাণ করে দিয়েছে- হিজাব কোনো প্রতিবন্ধকতা নয়; বরং এটি আত্মবিশ্বাস, ‍সাহস ও মর্যাদার নিদর্শন। এই বিজয় মুসলিম নারীর অহংকার ও ইসলামী সংস্কৃতির জাগরণের প্রতিচ্ছবি। 

হিজাবফোবিয়ারা দাবি করে, হিজাব নারীর অগ্রগতির অন্তরায়। অথচ বাস্তবতা হলো, হিজাব নারীদের সম্মানিত করে, তাদেরকে কুপ্রবৃত্ত দৃষ্টি থেকে রক্ষা করে। পশ্চিমা সমাজে নারীরা পোশাকের স্বাধীনতা পেলেও নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত। ইসলামের হিজাব ব্যবস্থা নারীর স্বাধীনতাকে সুরক্ষিত করেছে। তাই হিজাব শুধু ব্যক্তিগত পোশাক নয়; এটি মুসলিম সভ্যতার পরিচয়। যখন কোনো শিক্ষিত, যোগ্য ও আত্মবিশ্বাসী নারী হিজাব পরিধান করে সফলতা অর্জন করেন, তখন তা মুসলিম নারীদের জন্য এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়ায়।

কুরআন ও হাদিসের নির্দেশনায় হিজাব নারীর অহংকার। এটি কোনো বাঁধা নয়, এটি নারীর ক্ষমতায়নের আসল শক্তি। ঢাকসু নির্বাচনের সাম্প্রতিক অভিজ্ঞতা দেখিয়ে দিয়েছে যে, মুসলিম নারীরা হিজাব পরে শিক্ষা ও সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছে। 

অতএব, হিজাবকে অগ্রগতির অন্তরায় ভাবা একটি ভ্রান্ত ধারণা। বরং হিজাব নারীর মর্যাদা, সমাজে সম্মান এবং আখিরাতে মুক্তির নিশ্চয়তা বহন করে। আজকের মুসলিম সমাজে হিজাবকে সাহস ও অহংকারের সঙ্গে গ্রহণ করা সময়ের দাবি।

লেখক : মুহাদ্দিস ও সিনিয়র শিক্ষক সাতগাঁও মাদ্রাসা, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর