Logo

ধর্ম

যে গুণের অধিকারী মানুষ জান্নাতে যাবে

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৬

যে গুণের অধিকারী মানুষ জান্নাতে যাবে

মানুষের স্বভাবচরিত্র, মেজাজ-মর্জি ও আচরণ বোঝাতে আরবি ভাষায় ‘আখলাক’ শব্দটি ব্যবহৃত হয়। দয়া, ক্ষমা, ধৈর্য, বিনয়, সততা ও সুন্দর ব্যবহার মানবচরিত্রের বিশেষ গুণ। তাই বলা হয়- উত্তম চরিত্রবানই প্রকৃত ইমানদার।

মূলত আখলাককে তিন ভাগে ভাগ করা হয়- ১. আখলাকে হাসানা : কেউ জুলুম করলে সমপরিমাণ প্রতিশোধ নেওয়া। ২. আখলাকে কারিমা : জুলুম হলে তা মাফ করে দেওয়া। ৩. আখলাকে আমিমা: জুলুম ক্ষমা করার পর বরং জালেমের প্রতি উপকার করা।

উত্তম চরিত্রবান ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রাগ সংবরণ করে, সৎ মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে এবং কারও সঙ্গে কটু বাক্য ব্যবহার করে না।

একবার আশাজ ইবনুল ক্বাইস নামের এক গোত্রপতি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। রাসুল (সা.) তাঁর প্রশংসা করে বললেন, আশাজ, তোমার মধ্যে দুটি চরিত্র আছে, যা আল্লাহ ভালোবাসেন। প্রথমত, তুমি রাগ নিয়ন্ত্রণ করতে পারো। দ্বিতীয়ত, তুমি কোনো কিছু করার আগে ভেবেচিন্তে কাজটি করো।

আশাজ ইবনুল ক্বাইস তখন প্রশ্ন করলেন, আল্লাহর রাসুল, এই দুটি চরিত্র কি আমি নিজ দক্ষতায় অর্জন করেছি, নাকি আল্লাহ এগুলো আমার মধ্যে দিয়ে দিয়েছেন? রাসুল (সা.) বললেন, না, আল্লাহ তোমাকে এগুলো দান করেছেন। আশাজ বললেন, সব প্রশংসা সেই সত্তার, যিনি আমাকে দুটি গুণ প্রদান করেছেন যা আল্লাহ ও তাঁর রাসুল ভালোবাসেন।

রাসুল (সা.) বলেছেন, সবচেয়ে বেশি সে-ই জিনিসটির জন্য মানুষ জান্নাতে প্রবেশ করবে, তা হলো উত্তম চরিত্র। মুসনাদে আহমাদ গ্রন্থে আছে যে রাসুল (সা.) বলেছেন, আল্লাহ তোমাদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য বণ্টন করেছেন, যেভাবে তিনি বণ্টন করেছেন তোমাদের রিজিক।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর