
প্রকৃত ঈমানদার সেই ব্যক্তি, যার অন্তর, কথা ও কাজে ইসলামের আলো প্রতিফলিত হয়। শুধু মুখের স্বীকৃতি নয়, বরং অন্তরের বিশ্বাস ও আমলের মাধ্যমেই ঈমান পূর্ণতা পায়। আল্লাহর প্রতি অটল আস্থা, রাসূল (সা.)-এর প্রতি অনুগত ভালোবাসা এবং অন্যায়-অবিচার থেকে বিরত থাকাই প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য। তারা দুনিয়ার মোহে বিভ্রান্ত না হয়ে আখিরাতের সাফল্যের জন্য পরিশ্রম করে। ঈমানদার ব্যক্তির চরিত্রে থাকে সত্যবাদিতা, ধৈর্য, ন্যায়পরায়ণতা ও পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ। এ কারণেই প্রকৃত ঈমানদার সমাজের জন্য আশীর্বাদস্বরূপ।
হাদিসে প্রকৃত ঈমানদার সম্পর্কে এভাবে বলা হয়েছে যে, হযরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি গুণ যার মধ্যে থাকে, সে ঈমানের স্বাদ পায়। ১। আল্লাহ্ ও তাঁর রাসূল তার কাছে অন্য সব কিছুর থেকে প্রিয় হওয়া; ২। কাউকে খালিস আল্লাহ্র জন্যই মুহব্বত করা; ৩। কুফ্রীতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মত অপছন্দ করা। (বোখারি শরীফ, হাদিস : ১৫)
আরেক হাদিসে এসেছে, আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, সেই পবিত্র সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মু’মিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশি প্রিয় হই। (বোখারি শরীফ, হাদিস : ১৩)
অপরের জন্য ভালোবাসা ও শ্রদ্ধা প্রকৃত মুমিনের নিদর্শন। এ ব্যাপারে আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, তোমাদের কেউ প্রকৃত মু’মিন হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে, যা নিজের জন্য পছন্দ করে। (বোখারি শরীফ, হাদিস : ১২)
সালাম বিনিময় ও খাবার খাওয়ানোও উত্তম কাজ ও একজন প্রকৃত মুমিনের পরিচয় বহন করে। আবদুল্লাহ ইবনু আমর (রা.) থেকে বর্ণনা করেন, এক ব্যাক্তি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করল, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি বললেন, তুমি খাবার খাওয়াবে ও পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে। (বোখারি শরীফ, হাদিস : ১১)
প্রতিবেশি বা আশেপাশের কেউ যেনো আমাদের থেকে কোনো প্রকার কষ্ট না পায় সে ব্যাপারেও লক্ষ্য রাখা উচিত। কেননা, হাদিসে এসেছে- আবূ মূসা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলাল্লাহ! ইসলামে কোন কাজটি উত্তম? তিনি বললেন, যার জিহ্বা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে। (বোখারি শরীফ, হাদিস : ১০)
আবদুল্লাহ ইবনু আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, প্রকৃত মুসলিম সে-ই, যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মুহাজির সে-ই, যে আল্লাহ্ তা’আলার নিষিদ্ধ কাজ ত্যাগ করে। (বোখারি শরীফ, হাদিস : ৯)
উপরোক্ত হাদিসগুলো থেকে একজন প্রকৃত ঈমানদারের পরিচয় পেলাম আমরা। সুতরাং, আমাদের সকলের উচিত রাসূলের নির্দেশনা অনুযায়ী আমল ও জীবন পরিচালিত করা। তাহলেই দুনিয়া ও আখেরাতে সফলতা আসবে ইনশাআল্লাহ।
আইএইচ/