Logo

ধর্ম

দৈনিক দুপুরের যে আমল বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২

দৈনিক দুপুরের যে আমল বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে

দৈনিক এমন বিশেষ কিছু আমল রয়েছে, যেগুলোর ফজিলত অপরিসীম। প্রিয়নবী (সা.) উম্মতকে তা জানিয়েও দিয়েছেন। তেমনই এক বিশেষ ফজিলতপূর্ণ আমল হলো জোহরের আট রাকাত সুন্নত। হাদিসে এই আট রাকাত সুন্নত আদায়কারীর জন্য জাহান্নাম হারাম ঘোষণা করা হয়েছে। 

আমবাসা বিন আবু সুফিয়ান (রহ.) বলেন, আমি আমার বোন উম্মে হাবিবা (রা.)-কে বলতে শুনেছি, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি জোহরের আগে চার রাকাত এবং পরে চার রাকাত সুন্নত পড়বে আল্লাহ তাআলা তার দেহ জাহান্নামের জন্য হারাম করে দেবেন। (মুসনাদে আহমদ: ২৬৭৬৪, সুনানে নাসায়ি: ১৮১২)

জোহরের আট রাকাত সুন্নত পড়ার নিয়ম-  

জোহরের ফরজ নামাজের আগের চার রাকাত সুন্নতে মুয়াক্কাদা, আর পরের চার রাকাত পড়তে হবে দুই রাকাত করে। এর মধ্যে প্রথম দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা, বাকি দুই রাকাত নফল হিসেবে গণ্য হবে।

উপরোক্ত হাদিসটি বর্ণনা করার পর আমবাসা বিন আবু সুফিয়ান (রহ) বলেন, হাদিসটি শোনার পর থেকে নামাজগুলো আমি কখনও ছাড়িনি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতিদিন জোহরের আট রাকাত সুন্নত গুরুত্বের সঙ্গে আদায় করার তাওফিক দান করুন, আমিন।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর