Logo

ধর্ম

ঈমান মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮

ঈমান মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ

আল্লাহ তাআলা কুরআনুল কারীমের শুরুতেই মানুষের তিনটি শ্রেণির কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন- মুমিন, কাফির ও মুনাফিক। সুরা বাকারার ৬ ও ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের অবস্থা এবং তাদের চূড়ান্ত পরিণতির কথাও ঘোষণা করেছেন।

আল্লাহ বলেন, ‘নিশ্চয় যারা কুফর করেছে, তুমি তাদের সতর্ক কর কিংবা না কর, উভয়ই তাদের জন্য সমান; তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তরে ও তাদের কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখে রেখেছেন পর্দা। আর তাদের জন্য রয়েছে মহা-শাস্তি।’ (সুরা বাকারা: ৬-৭)

মূলত যারা একান্ত জেদ করে সত্যকে অস্বীকার করে, তাদের উপদেশ দেওয়া কিংবা না দেওয়া সমান হয়ে যায়। তারা আর সঠিক পথে ফেরার সুযোগ পায় না। তাদের এমন অবিরাম অবাধ্যতা ও সত্য প্রত্যাখ্যানের কারণে তাদের অন্তর, কান ও চোখে এমন এক পর্দা নেমে আসে যে তারা আর হক্বকে বুঝতে বা গ্রহণ করতে সক্ষম হয় না। আর এমন মানুষদের জন্যই রয়েছে কঠিন আযাব। দুনিয়ায় তারা থাকবে অন্ধকারে এবং আখিরাতে তাদের জন্য অপেক্ষা করছে স্থায়ী শাস্তি।

আজকের যুগেও আমরা দেখতে পাই, অনেক মানুষ ইসলামের সুস্পষ্ট দাওয়াত শোনার পরও অহংকার, জেদ বা দুনিয়াবী স্বার্থের কারণে সত্যকে গ্রহণ করতে চায় না। এই আয়াত আমাদের জন্য সতর্কবার্তা। তাই অহংকার নয়, বিনয়ের সঙ্গে সত্য গ্রহণ করতে হবে। 

পাশাপাশি আল্লাহর নিকট হিদায়াতের জন্য দোয়া করা। কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠন করা। অবিশ্বাসীদের অবস্থা দেখে শিক্ষা নেওয়া এবং নিজেদের অন্তরকে সজাগ রাখা। আর ঈমান যেহেতু মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাই যারা ঈমানকে অস্বীকার করে, তারা দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই ক্ষতিগ্রস্ত। সুতরাং, আমাদের উচিত ঈমানকে দৃঢ়ভাবে আকড়ে ধরে কুফরি ও অবাধ্যতার পথ থেকে দূরে থাকা এবং আল্লাহর কাছে সঠিক হিদায়াতের জন্য সর্বদা দোয়া করা। 

আইএইচ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আল কোরআন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর