Logo

ধর্ম

ইসলামী বইমেলায় প্রকাশিত হল ইতিহাসগ্রন্থ ‘তুলাইহার তাওবা’

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৩

ইসলামী বইমেলায় প্রকাশিত হল ইতিহাসগ্রন্থ ‘তুলাইহার তাওবা’

গত ১০ অক্টোবর শুক্রবার প্রকাশিত হয়েছে হাদিস ও ইতিহাস গবেষক এনামুল করীম ইমামের ব্যতিক্রমধর্মী ইতিহাসগ্রন্থ ‘তুলাইহার তাওবা’। বইটি প্রকাশ করেছে ইতিহাস বিষয়ক গ্রন্থ প্রকাশের বিশ্বস্ত প্রতিষ্ঠান মুহাম্মদ পাবলিকেশন।

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বায়তুল মোকাররমের পূর্ব চত্ত্বরে চলমান আন্তর্জাতিক  ইসলামি বইমেলার ১৮১-১৮২ মুহাম্মদ পাবলিকেশন স্টলসহ দেশের অভিজাত লাইব্রেরিগুলোতে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়াও বাংলাবাজারের ইসলামী টাওয়ার থেকে সরাসরি এবং রকমারি ডটকম ও ওয়াফি লাইফ ডটকম থেকে বইটি সংগ্রহ করা যাচ্ছে।

তুলাইহা ইবনু খুওয়াইলিদকে নিয়ে ইতিহাস পড়ুয়াদের মাঝে মারাত্মক বিভ্রান্তি কাজ করে। কেননা তিনি ইসলাম গ্রহণ করার পর মুরতাদ হয়ে যান। মুসলিমরা তার বিরুদ্ধে যুদ্ধ করে। তিনি পালিয়ে রোম দেশে চলে যান। ইতিহাসের এই সংক্ষিপ্ত বক্তব্যটুকু আমাদের জানা আছে অনেকেরই। অথবা তিনি তাওবা করে পুনরায় ইসলামে ফিরে এসেছিলেন, একথাও জানেন কেউ কেউ। কিন্তু এই তুলাইহা-ই যে পারসিকদের হাজার বছর আগে নির্মিত শ্বেতপ্রাসাদে ধ্বংসের চিহ্ন এঁকে দিয়েছিলেন।

যার ক্ষিপ্রতার কাছে পরাভুত হয়েছিল পারসিকদের অনেক বড় বড় বীর। যার সাহসিকতাকে মেনে নিয়েছিল মহাবীর রুস্তমের হাতে গড়া সাসানীয় বাহিনী। যার বুদ্ধিমত্তার কাছে মুখ থুবড়ে পড়েছিল গোটা পারস্য সাম্রাজ্য। লেখক সেকথা তুলে ধরেছেন দলিল-প্রমাণ সহকারে।

বইটিতে দেখা যাবে, মুরতাদ হয়ে তিনি ইসলামের ক্ষতি করে ফেলেছেন, এই অনুভূতি নিয়ে তিনি দাপিয়ে বেড়িয়েছেন গোটা পারস্য রণক্ষেত্র। শাহাদতের তামান্না নিয়ে যিনি ছুটেছেন দূরন্ত গতিতে। অবশেষে শাহাদতের অমীয় সুধা পান করে তিনি সবুজ পাখির বেশে উড়াল দেন জান্নাত। অনেকের দৃষ্টির আড়ালে পড়ে থাকা এই ইতিহাসকে লেখক ফুটিয়ে তুলেছেন স্বার্থকভাবে ।

বইটিতে প্রাসাঙ্গিকভাবে উঠে এসেছে আরবদের গোত্রীয় অবস্থানের প্রাচীন ইতিহাস। কারণ, নবুওতের মিথ্যা দাবির ক্ষেত্রে গোত্রীয় অহমিকার অনেক বড় দখল ছিল বলেই ঐতিহাসিকদের ধারণা প্রবল।

এছাড়াও বইটিতে বিভিন্ন যুদ্ধের কাহিনী, আরবদের রাজনীতি ও সমাজব্যবস্থার কথা এসেছে পরিমিত আঙ্গিকে।

যারা দালিলিক ইতিহাস পড়ে তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ করতে চান, আড়ালে-আবডালে পড়ে থাকা ঐতিহাসিক তথ্য জেনে অজানা ইতিহাসের স্বাদ নিতে চান, তাদের পাঠ্যতালিকায় বইটি অগ্রাধিকার পাবে বলে আমাদের বিশ্বাস।

 ডিআর/আইএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর